For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘৃণ্য মন্তব্যের জন্য রাহুলকে নোটিশ পাঠাল ইসি, জবাব দিতে হবে ১২ মে-র মধ্যে

Google Oneindia Bengali News

ঘৃণ্য মন্তব্যের জন্য রাহুলকে নোটিশ পাঠাল ইসি, জবাব দিতে হবে ১২ মে-র মধ্যে
নয়াদিল্লি, ১০ মে : আজই নির্বাচনী প্রচারের শেষ দিন। সোমবার সম্পন্ন হবে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। তারপর অপেক্ষা শুধু ১৬ মে পর্যন্ত। কিন্তু তারই মাঝে বেশ কিছুটা অস্বস্তিতে পড়ল কংগ্রেস। এবারের নির্বাচনে কংগ্রেসের মুথে তথা দলের সহ সভাপতিরাহুল গান্ধীর বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন৷ আগামী সোমবারের মধ্যে অর্থাৎ ১২ মে সকাল ১১টার মধ্যে নোটিশের জবাব দিতেও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে৷

বিজেপি ক্ষমতায় আসলে ২২ হাজার মানুষের মৃত্যু হবে, জনসভায় বলেছিলেন রাহুল

১ মে, হিমাচল প্রদেশের সোলানে একটি জনসভায় রাহুল বলেছিলেন, বিজেপি ক্ষমতায় আসলে ২২ হাজার মানুষের মৃত্যু হবে৷ কারণ তারা দেশে হিংসার বাতাবরণ সৃষ্টি করবেন। এর আগে কখনও এই প্রশ্ন তোলা হয়নি। তাঁর এই মন্তব্যের পরই কমিশনে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি৷এই বক্তব্যের রেকর্ড সিডিও কমিশনে জমা দিয়েছিল বিজেপি নেতৃত্ব৷ বিষয়টি খতিয়ে দেখে শুক্রবার কমিশনের পক্ষ থেকে জানানো হয় রাহুল গান্ধী নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন৷ কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে একজন প্রার্থী এধরনের মন্তব্য করতে পারেন না। তাই এবিষয়ে রাহুল গান্ধীকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে, আমেঠিতে ভোটের দিন বুথ গমন নিয়েও অস্বস্তিতে রয়েছেন রাহুল৷ এবিষয়ে তদন্তের নির্দেশও দিয়েছে কমিশন৷ যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন৷ বুধবার অষ্টম দফার ভোটের দিন আমেঠিতে ভোটগ্রহণ চলাকালীন প্রথা ভেঙে নিজের নির্বাচনী কেন্দ্রে হাজির হয়ে বিপাকে পড়েছিলেন রাহুল৷ পরে, আমআদমি পার্টির পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করে দেখানো হয়, আমেঠিতে একটি বুথে ইভিএমের সামনে দাঁড়িয়ে রয়েছেন রাহুল৷ কথা বলছেন একজন ভোটারের সঙ্গে৷ এরপরই কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বুধবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ভিএস সম্পত৷

কমিশনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শো কজের উত্তর না দেন রাহুল সেক্ষেত্রে পরবর্তী শুনানি ছাড়াই কমিশন রাহুল গান্ধীর বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ নিতে পারেন।

English summary
EC sends notice to Rahul over hate speech,asks him to respond by May 12
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X