For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি তালিকা থেকে বঞ্চিত হলেও মিলবে ভোটাধিকার! অসমের জন্য বড় ঘোষণা কমিশনের

এনআরসি তালিকা থেকে বঞ্চিত হলেও মিলবে ভোটাধিকার! অসমের জন্য বড় ঘোষণা কমিশনের

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে ততই রাজ্যে রাজ্যে বাড়ছে বিধানসভা ভোটের উত্তাপ। আগামী এপ্রিল-মে মাসেই বাংলা, তামিলনাড়ু কেরলের সঙ্গে বিধানসভা ভোটের ময়দানে ঝাপাতে চলেছে অসমও। এদিকে ২০১৯ সালের গোড়া থেকেই সিএএ-এনআরসি ইস্যুতে বারংবার উত্তাল হয়েছে এই রাজ্যের রাজনৈতিক ময়দান। প্রশ্ন ওঠে এনআরসি তালিকায় নাম না থাকা বাসিন্দাদের ভোটাধিকার এমনকী নাগরিকত্ব নিয়েও। এবার তা নিয়েই বড় ঘোষণা করল নির্বাচন কমিশন।

এনআরসি তালিকা থেকে বঞ্চিত হলেও মিলবে ভোটাধিকার! অসমের জন্য বড় ঘোষণা কমিশনের

কে অভিবাসী আর কে আসলেই অধিবাসী সেই প্রশ্ন ঘোরাফেরা করছিল ২০১৫-র মাঝামাঝি সময় থেকেই। খসড়া তালিকা প্রকাশের পর বাদ পড়েছিল প্রায় ৪১ লক্ষ মানুষের নাম। পরবর্তীতে যা নিয়ে বারংবারই উত্তাল হয়েছে দেশের রাজ্য রাজনীতি। এমনকী অসমে চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় বাদ পড়েছেন প্রায় ১৯ লক্ষের বেশি মানুষ। কিন্তু আসন্ন নির্বাচনে এই সমস্ত মানুষই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে জানান দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা।

তবে এই ক্ষেত্রে ভোটার তালিকায় সেই ব্যক্তির নাম থাকা বাঞ্ছনীয় বলেও জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে যে সমস্ত ব্যক্তিদেক নাম ২০১৯ সালের চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিল তারা শেষ লোকসভা ভোটে ভোটাধিকার প্রয়োগ করেছিল। এনআরসিতে নাম তোলার জন্য আবেদন করেছিলেন অসমের প্রায় ৩ কোটি ৩০ লক্ষ মানুষ। গত ৩১ অগাস্টই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রকাশিত হয় সংশোধিত এনআরসি তালিকা। যাতে দেখা যায় বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম। যা নিয়ে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক অস্থিরতা আজও অব্যাহত।

শুভেন্দুকে আইনি নোটিশ অভিষেকের! নির্দিষ্ট সময় দিয়ে চূড়ান্ত 'হুঁশিয়ারি'শুভেন্দুকে আইনি নোটিশ অভিষেকের! নির্দিষ্ট সময় দিয়ে চূড়ান্ত 'হুঁশিয়ারি'

English summary
Residents of Assam will get the right to vote even if their names are on the NRC list, said the Chief Election Commissioner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X