For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চরম সংকটে দিল্লির কেজরিওয়াল সরকার, ২০ জন 'আপ' সদস্যের বিধায়কপদ বাতিল

রাজনৈতিক দুর্যোগে দিল্লির কেজরিওয়াল সরকার। এবার তাদের ২০ জন বিধায়কের বিধায়ক পদ বাতিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ, এঁদের বিরুদ্ধে লাভজনক পেশায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রাজনৈতিক দুর্যোগে দিল্লির কেজরিওয়াল সরকার। এবার তাদের ২০ জন বিধায়কের বিধায়ক পদ বাতিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ, এঁদের বিরুদ্ধে লাভজনক পেশায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। খবর, বিধায়কদের বরখাস্তের আবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে , আবারও একবার দিল্লিতে বাজতে পারে উপনির্বাচনের দামামা।

চরম সংকটে দিল্লির কেজরি সরকার, ২০ জন 'আপ' সদস্যের বিধায়কপদ বাতিল

২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচন জিতে ক্ষমতায় আসে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার। যেখানে সারা দেশে বিজেপির জয়রথ থামানো যাচ্ছিল না ,সেখানে দিল্লিতে বাজি মাত করে দেন বিজোপি বিরোধী অরবিন্দ কেজরিওয়াল। তবে সরকারের ক্ষমতায় আসার পর থেকেই একাধিক বিধায়কের বিরুদ্ধে লাভজনক পেশায় জড়িত থাকার অভিযোগ উঠতে থাকে আম আদমি পার্টির বিরুদ্ধে।

এদিকে, গোটা ঘটনায় ক্ষুব্ধ আপ সরকার, আইনি রাস্তায় এর মোকাবিলা করতে চলেছে, বলে খবর। আপের মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্ত বিধায়কদের নিজের সপক্ষে বলার সুযোগই দেয়নি নির্বাচন কমিশন। তাছাড়াও গোটা ঘটনার কথা নির্বাচন কমিশন তাঁদের জানায়নি বলে দাবি আম আদমি পার্টির। দিল্লিতে ৭০ এর মধ্যে ৬৭ টি আসন জিতে ক্ষমতায় আসে আম আদমি পার্টি। তবে ২০ জন এর থেকে বাদ যাওয়ার পর, রাজনৈতিক অঙ্ক কোনদিকে যায়, সেদিকে নজর জাতীয় রাজনীতির।

English summary
The Election Commission has recommended the disqualification of 20 AAP MLAs finding them guilty of holding an ‘office of profit’. The EC has written to President Ram Nath Kovind Friday afternoon. The 20 AAP legislators were accused of being unconstitutionally appointed as parliamentary secretaries to assist various ministers of the Delhi government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X