For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহিদকে নিয়ে অপমানজনক মন্তব্য, সাধ্বী প্রজ্ঞাকে নোটিশ কমিশনের

মুম্বই হামলায় শহিদ প্রাক্তন এটিএস প্রধান হেমন্ত কারকরেকে নিয়ে অশোভন মন্তব্য করায় ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞাকে নোটিশ দিল নির্বাচন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই হামলায় শহিদ প্রাক্তন এটিএস প্রধান হেমন্ত কারকরেকে নিয়ে অশোভন মন্তব্য করায় ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞাকে নোটিশ দিল নির্বাচন কমিশন। আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙার কারণেই তাঁকে নোটিশ দেওয়া হয়েছে।

শহিদকে নিয়ে অপমানজনক মন্তব্য, সাধ্বী প্রজ্ঞাকে নোটিশ কমিশনের

একদিনের মধ্যে সাধ্বী প্রজ্ঞাকে নোটিশের জবাব দিতে হবে। বৃহস্পতিবার তিনি মন্তব্য করেন, মুম্বই হামলায় নিহত হেমন্ত কারকরে তাঁর অভিশাপে মারা গিয়েছেন। যে অত্যাচার তিনি করেছিলেন সাধ্বীর ওপরে তাতে সেই অভিশাপই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

এই ঘটনার পরই দেশজোড়া বিতর্ক তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনার মাঝে বিজেপি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এই মন্তব্য সাধ্বীর নিজের ব্যক্তিগত, দলের সঙ্গে সম্পর্ক নেই। পরে চাপে পরে সাধ্বীও নিজের মন্তব্য ফিরিয়ে নেন।

এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের তরফে সুয়ো মোটো নোটিশ পাঠানো হয়েছে। একদিনের মধ্যে জবাব পাঠাতে বলা হয়েছে। মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা এখন জামিনে মুক্ত রয়েছেন। এই অবস্থাতেই ভোটের ময়দানে নেমেছেন তিনি।

English summary
EC issues notice to Sadhvi Pragya Singh Thakur for her comments on Hemant Karkare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X