For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ আচরণবিধি লঙ্ঘনেরর অভিযোগে কেজরিওয়ালকে শো কজ নোটিশ নির্বাচন কমিশনের

Google Oneindia Bengali News

সাধারণ আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে কেজরিওয়ালকে শো কজ নোটিশ নির্বাচন কমিশনের
নয়াদিল্লি, ১২ মে : নির্বাচনের সাধারণ আচরণবিধি লঙ্ঘণ করার অভিযোগে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে শো কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, আমেঠীতে প্রচার চালানোর সময় কেজরিওয়াল মন্তব্য করেন কংগ্রেস এবং বিজেপিকে ভোট দেওয়া মানে দেশ ও ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।

এই প্রসঙ্গে বিজেপির বিবেক গোয়েল প্রথম আওয়াজ তোলেন। এরপর তিনি অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, কোনও প্রার্থী বা নেতা নিজের পক্ষে ভোট আনার জন্য জাতি বা ধর্ম বিষয়ক আবেগ নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না। এক্ষেত্রে কেজরিওয়ালের মন্তব্য সেই বিধিই ভঙ্গ করেছে বলে বিবেক গোয়েল জানিয়েছেন।

আমেঠীতে কেজরিওয়ালের মন্তব্যের সিডির কপি কমিশনের ভিডিও অবজারভাররা খতিয়ে দেখছেন। ভিডিওর একটি কপি কেজরিয়ালকেও দেওয়া হয়েছে। বারাণসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ ভোটের নিরিখে কেজরিওয়ালের ভাগ্য পরীক্ষার দিন। তার কয়েক ঘন্টা আগেই নির্বাচন কমিশনের এই শো কজ নোটিশে কিছুটা অস্বস্তিতে পড়ল আম আদমি পার্টি।

কেজরিওয়ালকে পাঠানো নোটিশে বলা হয়েছে, কমিশন প্রাথমিকভাবে মনে করছে যে মন্তব্য আপনি করেছেন তা নির্বাচনের সাধারণ আচরণবিধি লঙ্ঘনেরই সামিল। নির্বাচন বিধি অনুসারে কোনও প্রার্থী বা নেতা নিজের পক্ষে ভোট আনার জন্য জাতি বা ধর্ম বিষয়ক আবেগ নিয়ে কোনও মন্তব্য করা অপরাধ তাও মনে করিয়ে দেয় কমিশন। একইসঙ্গে ভারতীয় দণ্ডবিধির ১৭১ ধারার অধীনে কোনও ব্যক্তির স্বাধীন মতদানের ক্ষেত্রে কোনও ব্যক্তি বা দল যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাতে হস্তক্ষেপের চেষ্টা করেন তাও আচরণবিধি লঙ্ঘন করাও অরপাধ বলে বিবেচ্য হয়। এক্ষেত্রেও কেজরিওয়ালের মন্তব্য আপত্তিকর বলে মনে করা হচ্ছে।

English summary
EC issues notice to Kejriwal for violation of model code of conduct
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X