For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজম খানকে ফের ৪৮ ঘণ্টা 'ব্যান' করল কমিশন

ফের একবার 'ব্যান' করা হল সমাজবাদী পার্টি দলের বিতর্কিত নেতা আজম খানকে।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার 'ব্যান' করা হল সমাজবাদী পার্টি দলের বিতর্কিত নেতা আজম খানকে। এদিন ফের নির্বাচন কমিশন আজম খানকে আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে ৪৮ ঘন্টা প্রচার করা থেকে বিরত থাকতে বলেছে। পয়লা মে সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা তিনি প্রচারের কাজ করতে পারবেন না।

আজম খানকে ফের ৪৮ ঘণ্টা ব্যান করল কমিশন

উস্কানিমূলক মন্তব্যের জেরেই আজম খানকে এই শাস্তি দিয়েছে কমিশন। কমিশন নজর করেছে যে, আজম খান উস্কানিমূলক মন্তব্য নির্বাচনী জনসভায় করেছেন। এর পাশাপাশি ধর্মীয় উস্কানি ছড়াতে দেখা গিয়েছে তাঁকে। যা নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেছে। এছাড়া বিকৃত তথ্য পেশ করেছেন বলেও কমিশনের নজরে এসেছে।

যার ফলে আজম খানকে যেকোনও জনসভা, প্রচার, পথসভা, রোড শো, সাক্ষাৎকার, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা ইত্যাদি করতে বারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল আজম খানকে বিজেপি নেত্রী জয়া প্রদার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে কমিশন ৭২ ঘন্টা নির্বাসনে পাঠায়। এরপর গত ২৭ এপ্রিল আজম খানের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে এফআইআর হয়েছে। রামপুরে ২৫ এপ্রিল জনসভায় মন্তব্যের কারণে নির্বাচন কমিশন এই শাস্তি দেয়।

তবে সেই ঘটনার পরও আজম খান শিক্ষা নেননি। ফের একবার তাকে কমিশনের কোপে করতে হল।

English summary
EC imposes fresh 48-hour ban on Azam Khan for violating model code of conduct
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X