For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক! নির্বাচন কমিশন নিল বড় পদক্ষেপ

আধার কার্ডের লিঙ্ক করতে হবে ভোটার কার্ডের সঙ্গে। খোদ নির্বাচন কমিশন থেকে পাঠানো হল চিঠি। আইন মন্ত্রকের কাছে শুক্রবারই এই চিঠি এসেছে নির্বাচন কমিশনের।

Google Oneindia Bengali News

আধার কার্ডের লিঙ্ক করতে হবে ভোটার কার্ডের সঙ্গে। খোদ নির্বাচন কমিশন থেকে পাঠানো হল চিঠি। আইন মন্ত্রকের কাছে শুক্রবারই এই চিঠি এসেছে নির্বাচন কমিশনের। সেই ভিত্তিতে আইনমন্ত্রকও শুরু করে দিয়েছে তোড়জোড়। আধার কার্ড নিয়ে নানা আইনি জটিলতা থাকলেও, নির্বাচন কমিশনের এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ।

আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক! নির্বাচন কমিশন নিল বড় পদক্ষেপ

এই চিঠিতে পরিষ্কার লেখা হয়েছে, নির্বাচন কমিশন ১৯৫০ সালে তৈরি রিপ্রেসেনটেশণ অফ দ্য পিপল অ্যাক্টের সংশোধনী চায়। এই সিদ্ধান্ত গৃহীত হলে নকল ভোটার ও জাল এন্ট্রি ধরা পড়ে যাবে। ফলে কমবে ভুয়ো ভোটারের সংখ্যা। নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল। এবার তারা চিঠি পাঠিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাব আইনমন্ত্রককে।

[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]

নির্বাচন কমিশন চাইছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযোগকে বাধ্যতামূলক করে গণতান্ত্রিক বক্তব্যকে সুরক্ষিত করা। একজন নাগরিকের মতামত সুরক্ষিত রাখা তাঁদের আশু কর্তব্য। ২০১৫ সালে আধারের সঙ্গে ভোটার আইডি কার্ডে লিঙ্ক করানোর ব্যাপারে প্রথম নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকর উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

২০১৭ সালে নির্বাচন কমিশন ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। আধার ও এপিক কার্ড সংযোগ করার অনুমতি চায় তারা। এরপরই সুপ্রিম কোর্ট আধার কার্ডকে গুরুত্ব দিয়ে জানানো হয় আইটি রিটার্নের ক্ষেত্রে আধার কার্ড ও প্যান কার্ড জমা দিতে হবে। যাঁদের আধার কার্ড নেই, তাঁদের ক্ষেত্রে প্যান কার্ডকে মান্যতা দেওয়া হবে শুধু। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দেয় কেন্দ্রকে আধার কার্ডের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জাল প্যান কার্ড আটকানোর জন্যও পদক্ষেপ নিতে হবে কেন্দ্রকে।

English summary
Election Commission gives letter to Law Ministry to Link Voter Id cards With Aadhar. EC has claimed the Mandatory Seeding Can to prevent voter fraud,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X