For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাই প্রোপাইল বারাণসীর জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন

Google Oneindia Bengali News

হাই প্রোপাইল বারাণসীর জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন
নয়াদিল্লি, ১০ মে : বারাণসীর হাই প্রোফাইল নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য এবার বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। শুক্রবার বারাণসীতে বিজেপির বিক্ষোভে বারাণসী যে চেহারা নিয়েছিল তাতে নির্বাচন কমিশনার এইচএস ব্রহ্মর প্রভূত সমালোচনা করেছে জনতা। আর তাই বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী, আপের অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের অজয় রাইয়ের ত্রিমুখী লড়াইয়ের হেভিওয়েট কেন্দ্র বারাণসীতে এই অতিরিক্ত নজরদারি কমিশনের।

তামিলনাড়ুর মুখ্য নির্বাচন আধিকারিক প্রবীন কুমারকে বারাণসীতে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করল কমিশন। নির্বাচন পরিচালনায় জেলাশাসক এবং এলাকার রিটার্নিং অফিসার প্রাঞ্জল যাদবকে বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্যে মোদার জনসভা বাতিলের জন্য এই প্রাঞ্জল যাদবকে বিজেপির কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

এদিকে ৭ মে আমেঠীতে ভোটগ্রহণ চলাকালীন বুথে ঢুকে রাহুল গান্ধীর পর্যবেক্ষণের ঘটনায় রাহুল ভুল করেছেন কি না যে প্রশ্নে ব্রহ্ম বলেন, এতে কোনও ভুল নেই। তিন নির্বাচন কমিশনারের দীর্ঘ বৈঠকের পর বারাণসীতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের তরফে জানানো হয়েছে, সমস্ত নির্বাচন কমিশনারদের মধ্যে সমন্বয় রয়েছে। এবং সমস্ত সিদ্ধান্ত সমগ্র আলোচনা করে নেওয়া হয়েছে। বৃহস্পিতবার ভি এস সম্পদ বলেন, বারাণসীর জেলাশাসক পেশাগত উপদেশ মেনেই নিরাপত্তার কারণে যথাযথ পদক্ষেপ নিয়েছেন। যদিও ২৪ ঘন্টার মধ্যে নিজের অবস্থান বদলে ব্রহ্ম বলেন, বেনিয়াবাগে মোদীর জনসভার জন্য অনুমতি দেওয়ার ক্ষেত্রে বারাণসীর জেলাশাসকের তরফে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিনা কারণে দেরি করা হয়েছে, যা কখনওই গ্রহণযোগ্য নয়। বরং সময়মতো অন্য ব্যবস্থা করার জন্য বিজেপির নেতৃত্বকে জানানো উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

ব্রহ্ম ও সম্পদের নেতৃত্বকে দুর্বল বলে ব্যাখ্যা করা হতেই নড়ে চড়ে বসে কমিশন। ব্রহ্ম জানান, যখন থানেদার থাকা সত্ত্বেও কেউ নির্বাচন কমিশনের দ্বারস্থ হন, তখন জরুরী সমস্যা বলেই তিনি কমিশনের কাছে আসেন । কেউ যদি সঙ্গত কারণের জন্য আমার কাছে আসে, তাহলে নয় আমাকে অনুমতি দিতে হবে, নয় অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে।কিন্তু কখনওই তাঁকে ২৪ ঘন্টার জন্য অপেক্ষায় রাখা উচিত না। এক্ষেত্রেও জেলাশাসকেরও উচিত ছিল অনুমতি না দেওয়ার কারণ তৎক্ষণাৎ বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেওয়া।

English summary
Election Commission appoints special poll observer for High-Profile Varanasi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X