For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুম ছুটবে দোষী সাব্যস্ত নেতাদের, সুপ্রিমকোর্টকে যা বলল নির্বাচন কমিশন

দোষী সাব্যস্ত সাংসদ বা বিধায়কদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার ওপর আজীবন নিষেধাজ্ঞা জারির পক্ষেই সুপ্রিমকোর্টে সওয়াল করল নির্বাচন কমিশন

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দোষী সাব্যস্ত সাংসদ বা বিধায়কদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার ওপর আজীবন নিষেধাজ্ঞা জারির পক্ষেই আদালতে সওয়াল করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই আর্জি জানিয়ে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছে কমিশন। এর আগে গত জুলাই মাসেই বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় এই আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেসময়ে কোনও সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় নির্বাচন কমিশনকে ভর্ৎসনাও করে সুপ্রিমকোর্ট।

ঘুম ছুটবে দোষী সাব্যস্ত নেতাদের, সুপ্রিমকোর্টকে যা বলল নির্বাচন কমিশন

গত জুলাই মাসে এই মামলার শুনানিতে সুপ্রিমকোর্টের বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি নবীন সিনহা নির্বাচন কমিশনকে কড়া ভাষায় বলেন, নীরব থাকাই আপনার কাছে একমাত্র বিকল্প, আপনি আবেদনকারীকে সমর্থন করছেন কি করছেন না তা জানাতেই হবে। এক্ষেত্রে একজন নাগরিক আপনার কাছে এসেছেন, দোষী সাব্যস্ত রাজনৈতিক নেতাদের নির্বাচনে লড়ার ওপর আজীবন নিষেধাজ্ঞা জারির আবেদন নিয়ে, আর আপনি চুপ করে আছেন। আপনি এভাবে চুপ করে থাকতে পারেন না।'

কিন্তু বুধবার সর্বোচ্চ আদালতে নিজের মতামত জানানোর পর বিচারপতি বলেন, এবার এটা স্পষ্ট হয়েছে যে আবেদনকারীর সঙ্গে নির্বাচন কমিশন একমত। উল্লখ্যে, বর্তমানে সুপ্রিমকোর্টের দেওয়া রায় অনুযায়ী কোনও দোষী সাব্য়স্ত ব্যক্তির ওপর ৬ বছর ভোট দিতে পারেন না এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন না।

English summary
Election Commission appeals Supreme Court for lifetime banning of convicted MP and MLA's from contesting, currently the ban period is 6 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X