For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্চ মাসে রাজ্যে বড় ভোট, হাসতে হাসতে জয়ের পথে মমতা

পশ্চিমবঙ্গের ৫ রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে ৪ এপ্রিল। এঁদের মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, মুকুল রায়, বিবেক গুপ্তা, নাদিমুল হক এবং সিপিএম-এর তপন সেন।

Google Oneindia Bengali News

ঘোষণা হয়ে গেল রাজ্যসভার ৫৮টি সাংসদ পদে নির্বাচনের দিনক্ষণ। মোট ১৬টি রাজ্যে এই ভোট হবে। নির্বাচন কমিশন জারি করা বিজ্ঞপ্তিতে একথা জানিয়েও দিয়েছে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে রাজ্যসভার যে সব সাংসদের মেয়াদ শেষ হচ্ছে সেই শূন্যস্থানগুলিতে এই ভোট অনুষ্ঠিত হবে।

মার্চ মাসে রাজ্যে বড় ভোট, হাসতে হাসতে জয়ের পথে মমতা

[আরও পড়ুন:মমতা 'ডাক' দিলেই বাংলা ফিরবেন 'ধন্যি মেয়ে'! নয়া চমকে জল্পনা চড়ছে তৃণমূলে][আরও পড়ুন:মমতা 'ডাক' দিলেই বাংলা ফিরবেন 'ধন্যি মেয়ে'! নয়া চমকে জল্পনা চড়ছে তৃণমূলে]

পশ্চিমবঙ্গের ৫ রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে ৪ এপ্রিল। এঁদের মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, মুকুল রায়, বিবেক গুপ্তা, নাদিমুল হক এবং সিপিএম-এর তপন সেন। কুণাল ঘোষ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত। মুকুল রায়ও সাংসদ পদে ইস্তফা দিয়ে বিজেপি-তে যোগ দিয়েছেন। সুতরাং, তৃণমূল কংগ্রেসের কাছে ২ টি আসনে নয়া প্রার্থী দেওয়ার সুযোগ রয়েছে। বিবেক গুপ্তা ও নাদিমুল হককে ফের রাজ্যসভায় পাঠানো হচ্ছে না তাও একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। তাই এই দুই আসন এবং আরও একটি আসনেও নতুন প্রার্থী দাঁড় করানোর সুযোগ থাকছে তৃণমূলের সামনে। তৃণমূল সূত্রে যা খবর তাতে রাজ্য়সভায় এবার নতুন ৫ সাংসদকে পাঠাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তৃণমূলের যা শক্তি তাতে হাসতে হাসতে ৪ আসনে নিশ্চিতভাবে জয় পাবে তারা। পষ্ণম আসনে প্রতিদ্বন্দ্বীতা হলেও তা খুব একটা জোরদার হবে না বলেই মনে করা হচ্ছে।

মার্চ মাসে রাজ্যে বড় ভোট, হাসতে হাসতে জয়ের পথে মমতা

রাজ্যসভায় এই যাত্রায় সবচেয়ে বেশি আসন ফাঁকা হচ্ছে উত্তর প্রদেশে। সেখানে ১০টি সাংসদ পদ ফাঁকা হচ্ছে। বিহার ও মহারাষ্ট্রে রাজ্যসভার ৬ সাংসদ পদ ফাঁকা হচ্ছে। মধ্যপ্রদেশেও পশ্চিমবঙ্গের মতো ফাঁকা হচ্ছে ৫টি সাংসদ পদ। গুজরাট ও কর্ণাটকে রাজ্য়সভার ৪টি সাংসদ পদ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ৩টি করে রাজ্য়সভার সাংসদপদে ভোট হবে। এছাড়া ঝাড়খণ্ডে ২টি এবং ছত্তিশগঢ়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানায় রাজ্য়সভার ১টি করে সাংসদ পদে ভোট নেওয়া হবে।

কেরলের এমপি বীরেন্দ্র কুমার রাজ্য়সভার সাংসদ পদে তাঁর মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই গত বছরের ডিসেম্বরে ইস্তফা দেন। ২০২২ সালের ২ এপ্রিল রাজ্যসভার সাংসদ পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তাই এবার এই আসনটিতে উপনির্বাচন হবে।

রাজ্য়সভার এই ভোটের জন্য ৫ মার্চ বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়নপত্র জমা করার শেষ দিন ১২ মার্চ। ১৫ মার্চ প্রার্থী প্রত্যাহারের শেষ দিন। ২৩ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ২৩ মার্চ বিকেল ৫টা নাগাদ ভোট গণনা। ২৬ মার্চের আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

English summary
23 March the vote will be held for 58 Rajyasabha seats in 16 states. Election Commssion has announced the day on 23 February.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X