For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছয় রাজ্যের ৩ টি লোকসভা ও ৭ টি বিধানসভায় উপনির্বাচন! সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন (Election commission) দিল্লি (delhi)-সহ ছয় রাজ্যে ৩ টি লোকসভা ও ৭ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (by election) সূচি ঘোষণা করেছে। পঞ্জাব, ত্রিপুরা, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও দিল্লিতে এ

  • |
Google Oneindia Bengali News

নির্বাচন কমিশন (Election commission) দিল্লি (delhi)-সহ ছয় রাজ্যে ৩ টি লোকসভা ও ৭ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (by election) সূচি ঘোষণা করেছে। পঞ্জাব, ত্রিপুরা, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও দিল্লিতে এই নির্বাচন হতে চলেছে। ২৩ জুন এই উপনির্বাচন হবে এবং ২৬ জুন ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

পঞ্জাব

পঞ্জাব

২৩ জুন পঞ্জাবের সাঙ্গরুর লোকসভা আসনে উপনির্বাচন হবে। গত বিধানসভা নির্বাচনে আপের জয়ের পরে ওই আসন থেকে নির্বাচিত সাংসদ ভগবন্ত মান পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন। তিনি লোকসভা থেকে পদত্যাক করেন। সেই কারণেওই আসনে নির্বাচন প্রয়োজন হয়ে পড়েছে। ২০১৪ সাল থেকে সাঙ্গরুর আসনটি আপের দখলে ছিল।

উত্তর প্রদেশ

উত্তর প্রদেশ

উত্তর প্রদেশের যে দুটি লোকসভা আসনে উপনির্বাচন হবে তা হল আজমগড় এবং রামপুর। এই দুটি আসনের প্রতিনিথি ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তাঁরই দলের আজম খান। গত বিধানসভা নির্বাচনে অখিলেশ করহালএবং আজম খান রামপুর বিধানসভা আসন থেকে জয়ী হন। তারপরেই তারা লোকসভা আসন দুটি ছেড়ে দেন।

 ত্রিপুরা

ত্রিপুরা

২৩ জুন ত্রিপুরায় ৪ টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। যে চারটি আসনে ভোট হতে চলেছে, সেগুলি হল আগরতলা, টাউন বরদোয়ালি, সুরমা এবং যুবরাজনগর। এই আসনগুলির মধ্যে যুবরাজনগরের বিধায়ক রমেন্দ্র
চন্দ্র দেবনাথের মৃত্যুর পরে আসনটি শূন্য হয়। এছাড়া বাকি তিন আসন থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মন, আশিস সাহা এবং আশিস দাস যথাক্রমে কংগ্রেস ও তৃণমূলে যোগ দেন। তার আগে তারা আসনগুলি থেকে ইস্তফা দেন।

 অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশে আটমাকুর আসনে ২৩ জুন উপনির্বাচন। অন্ধ্রপ্রদেসের শিল্প ও বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মেকাপতি গৌতম রেড্ডির মৃত্যুর কারণে এই উপনির্বাচন। গত ২২ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়াইএসআর কংগ্রেসের এই বিধায়ক।

দিল্লি

দিল্লি

২৩ জুন দিল্লির রাজিন্দর নগর আসনের উপনির্বাচন হতে চলেছে। গতমাসে বিধায়ক রাঘব চাড্ডা রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় আসনি খালি হয়েছে। ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিজেপি টানা এই আসনে জয় পেয়েছিল। ওই আসনে ২০০৮-এ কংগ্রেস এবং ২০১৩-তে ফের তা
বিজেপি জয়ী হয়। এরপর ২০১৫ সালে আপের বিজেন্দর গর্গ এবং ২০০ সালে রাঘব চাড্ডা ওই আসনে জয়ী হয়েছিলেন।

ঝাড়খণ্ড

ঝাড়খণ্ড

২৩ জুন ঝাড়খণ্ডের মান্দার আসনের উপনির্বাচন। ২০১৯ সালে ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বন্ধু তিরকে। কিন্তু ২০২২-এর ২৮ মার্চ দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি জেলে যান। সেই কারণে এই আসনে নির্বাচন জরুরি হয়ে পড়েছে।

পছন্দ হয়নি মমতা-অভিষেকের প্রস্তাব! তারপরেই অখিলেশের দলে কপিল সিবালপছন্দ হয়নি মমতা-অভিষেকের প্রস্তাব! তারপরেই অখিলেশের দলে কপিল সিবাল

English summary
EC announces byelection in 3 ls and 7 assembly seats in 6 states including Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X