পুরভোটের আগেরদিন বড় ঘোষণা, কী নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন
কলকাতা পুরসভা ভোটের আগেরদিন বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। কলকাতা সহরের ১১৩৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৬টি বরোতেই কমবেশি স্পর্শকাতর বুথ চিহ্নিত হয়েছে। কোনও রকম ভোট বিধি অমান্য করা হলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতা পুরসভা ভোটে অশান্তি হতে পারে এই দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। সুিপ্রম কোর্ট বিজেপির কেন্দ্রীয় বাগিনী দাবির মামলা গ্রহণ করেছে। এদিকে আবার হাইকোর্টেও মামলা ঝুলছে। এরই মধ্যে পুরভোটের আগের দিন পুরভোট নিয়ে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশিকা দিয়ে বলা হয়েছে কোনও রকমনির্দেশ অমান্য করা হলে যেন কড়া পদক্ষেপ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের নজরদারিতেই হবে পুরভোট। কলকাতা হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চও সেই রায় দিয়েছে।
শহরের ১১৩৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৬টি বরোতেই স্পর্শকাতর বুথ রয়েছে। আগামিকাল ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য মোট ৪৯৫৯টি বুথের তৈরি করা হয়েছে। সব চেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে ৭ নম্বর বরোয়। প্রায় ২৫০টি স্পর্শকাতর বুথ রয়েছে এই বরোয়। আর সবচেয়ে কম স্পর্শকাতর বুথ রয়েছে ১৩ নম্বর বরোয়। সেখানে মাত্র ২২টি স্পর্শকারত বুথ রয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যে রাজনৈতিক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় রয়েছেন তাঁরা বুথের বাইরে রক্ষীদের রেখে তারপরে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পরেই সেখান থেকে চলে যেতে হবে তাঁদের বুথে বেশিক্ষণ থাকা যাবে না। ভোট কেন্দ্রে নিরাপত্তারক্ষীরা প্রবেশ করতে পারবেন না। প্রার্থীদের ক্ষেত্রেও এই নির্দেশিকা বহাল থাকবে। এই বিধি অমান্য করলে পুলিশ কড়া পদক্ষেপ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়াও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। ভোটের আগের দিন রুটমার্চ করে ভোটারদের আস্থা অর্জন করতে হবে। ভোটের আগের দিন থেকে কলকাতা পুরসভার সীমানা সিল করে দিতে হবে। বাইরের কোনও গাড়ি পুর এলাকায় প্রবেশ করলে তা যাচাই করতে হবে। নির্মীয়মাণ বাড়ি, কমিউনিটি হল, বিয়েবাড়ি, লজ, গেস্ট হাউস ও হোটেলের উপরে বিশেষ নজরদারি চালাতে হবে। প্রার্থীদের ক্যাম্পের উপরেও নজর রাখতে হবে পুলিশকে। অনুমতি ছাড়া কোনও রাজনৈতিক দল গাড়ি ব্যবহার করলে তা বাজেয়াপ্ত করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।