For Quick Alerts
For Daily Alerts
ফের ভূমিকম্পে কাঁপল হিমাচল প্রদেশ! লকডাউনেও আতঙ্কে ঘরের বাইরে সাধারণ মানুষ
ফের কম্পন হিমাচল প্রদেশে। এদিন দুপুর ১২.১৭ নাগাদ হিমাচল প্রদেশের চম্বা এলাকায় ৪ ভূমিকম্প হয়। রিখচার স্কেলের এর মাত্রা ছিল ৪।

এর আগে গত ১২ এপ্রিল দিল্লি এলাকায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। বিকেল ৫.৪৫ নাগাদ হওয়া ভূমিকম্প স্থায়ী হয়েছিল ৩-৪ সেকেন্ড। সেই ভূমিকম্পের এপিসেন্টার ছিল পূর্ব দিল্লিতে। ভূমি থেকে আট কিমি নিচে। দিল্লি ছাড়াও নয়দা, গাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়েছিল।
এমাসের শুরুর দিকে ৬ এপ্রিল হিমাচn প্রদেশে ভূমিকম্প হয়েছিল। সেই সময় সিমলা মেটিওরোলজিক্যাল সেন্টারের ডিরেক্টর মনমোহন সিং জানিয়েছিলেন, ১১ দিনের আটবার চম্বায় ভূমিকম্প হয়েছে।
এর আগেকার ভূমিকম্পগুলির মাত্রাও ছিল ৩ থেকে ৪.৫-এর মধ্যে। ২৭ থেকে ৩০ মার্চের মধ্যে এই ভূমিকম্পগুলি হয়েছিল।