For Quick Alerts
For Daily Alerts
উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা
শুক্রবার বিকেলে কেঁপে উঠল উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। জানা গিয়েছে বিকেল ৫.১০-এর আশপাশের সময়ে এই ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে অফিস, বাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকেই।

ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৪৬ কিমি উত্তরে হিন্দুকুশ এলাকায়। এই ভূমিকম্পের তীব্রতা আফগানিস্তানে ছিল ৬.৮। মাটির ২২৫ কিমি নিচে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
কাশ্মীর, দিল্লি, পঞ্জাব, হরিয়ানায় এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানের বিভিন্ন জায়গায়ও। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সম্প্রতি ১৯ নভেম্বর ৫.৯ মাত্রা ভূমিকম্প আঘাত করেছিল নেপালে।
India Meteorological Department (IMD): Earthquake of magnitude 6.3 struck the Hindu Kush region in Afghanistan https://t.co/rlwUelwNxR
— ANI (@ANI) December 20, 2019