For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের গুজরাতে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.‌৫, আতঙ্কে রাজ্যবাসী

ফের গুজরাতে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.‌৫, আতঙ্কে রাজ্যবাসী

Google Oneindia Bengali News

দিল্লি, মণিপুর, হরিয়ানার পর রবিবার ফের কেঁপে উঠল গুজরাত। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (‌এনসিএস)‌ জানিয়েছে যে রবিবার সন্ধ্যায় এ রাজ্যে ভূমিকম্প অমুভূত হয়।

ফের গুজরাতে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.‌৫, আতঙ্কে রাজ্যবাসী


এনসিএসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজকোট থেকে ১২০ কিমি উত্তর ও উত্তর–পশ্চিমে কচ্ছ এলাকা থেকে ১০ কিমি গভীরে। ১৪ জুন রবিবারের এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.‌৫। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ফোনের মাধ্যমে রাজকোট, কচ্ছ ও পাটান জেলার কালেক্টরদের এই ভূমিকম্পের পরিণতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। এদিন কম্পন অনুভূত হয় আহমেদাবাদ, কছ, পাটান ও রাজকোটে। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে এইসব এলাকার মানুষ ঘর ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন। তবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। ঘটনার জেরে বিরাট এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগেও গুজরাত ভয়ানক ভূমিকম্পের সাক্ষী থেকেছে। ২০০১ সালে গুজরাতে ভয়াবহ ভূমিকম্প হয়, এর আগে ১৯৫৬ সালে এ রাজ্যের অঞ্জার ও ১৯১৮ সালে কচ্ছের রণে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে এ রাজ্য তা হল ২০০১ সালের ২৬ জানুয়ারি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯ এবং এই কম্পন চলে ১০০ সেকেন্ডেরও বেশি সময় ধরে। এমনকী এর জেরে কম্পন অনুভূত হয় উত্তর ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানেও।

গত তিনমাসের বেশি সময় ধরে প্রায় ১৪টির কাছাকাছি হাল্কা ভূমিকম্প অনুভূত হচ্ছে দিল্লিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) পরিচালক বি কে বনসল সম্প্রতি এই সপ্তাহের শুরুতে সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছিলেন যে দিল্লির ভূমিকম্পের ইতিহাস দেখলে এটি অস্বাভাবিক মনে হবে না। গতমাসেই গুজরাতে ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে।

ভারত-নেপাল সম্পর্ক নাক গলানো নিয়ে চিনকে পরোক্ষ হুঁশিয়ারি! কী বার্তা দিলেন রাজনাথ সিং?ভারত-নেপাল সম্পর্ক নাক গলানো নিয়ে চিনকে পরোক্ষ হুঁশিয়ারি! কী বার্তা দিলেন রাজনাথ সিং?

English summary
After Delhi, Manipur and Haryana, Gujarat shook again on Sunday. The National Center for Seismology (NCS) said the quake was felt in the state on Sunday evening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X