For Quick Alerts
For Daily Alerts
ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত, কম্পন অনুভূত কাশ্মীর থেকে দিল্লি
বিকেল সাড়ে চারটে নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ গোটা উত্তর ভারত। কাশ্মীর থেকে শুরু করে কম্পন অনুভূত হল এনসিআর এলাকায়। জানা গিয়েছে, দিল্লি, চণ্ডীগড়, কাশ্মীরে। এমনকী পাকিস্তানের বেশ কিছু এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। যার মধ্যে রয়েছে ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়া এলাকা।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীরের এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।
এখনও পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রশাসনকে চারিদিকে সতর্ক করা হয়েছে। অনেকেই ভূমিকম্প অনুভূত করে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন।