For Quick Alerts
For Daily Alerts
উত্তর পূর্ব ভারতের ৪ রাজ্যে ভূমিকম্প! এপিসেন্টার মিজোরাম
বড় ভূমিকম্প উত্তর পূর্ব ভারত জুড়ে। এদিন বিকেল ৪১৬ নাগাদ ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের এপিসেন্টার মিজোরামের আইজলে বলে জানা গিয়েছে। তবে এই ভূমিকম্পের জেরে সেরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মিজোরামে এপিসেন্টার
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে মিজোরামের রাজধানী আইজলের ২৫ কিমি পূর্ব উত্তর পূর্বে ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ট থেকে ৩৫ কিমি গভীরে ভূমিকম্প রেকর্ড করা গিয়েছে।

৪ রাজ্যে ভূমিকম্প অনুভূত
অসম, মেঘালয়, মনিপুর ও মিজোরামে একসঙ্গে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প
এদিন জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ২.৬। এপিসেন্টার রাজৌরি থেকে ৬১ কিমি পশ্চিমে।

দিলীপ, সায়ন্তনকে জোড়া আক্রমণ ফিরহাদের, সন্ত্রাসবাদী বলে কটাক্ষ ফিরহাদের
মুকুল একা নন, তৃণমূলে ভাঙনের জন্য অপেক্ষা করে আছেন আরও একজন, লড়াই জোরদার