For Quick Alerts
For Daily Alerts
থমথমে কাশ্মীর, তার মাঝেই ভূমিকম্পে কাঁপল ভূস্বর্গ
থমথমে অবস্থা কাশ্মীরে। সেভাবে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরও আপাত শান্ত রয়েছে কাশ্মীর। ইদের দিনে বেশিরভাগ মানুষই বাইরে বেরিয়েছেন, নিজেদের মতো ইদ কাটিয়েছেন। তবে এসবের মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ।

এদিন বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। সেভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল লে-র পাহাড়ি এলাকা। এর আগে গত ৯ অগাস্টও ইন্দো-নেপাল সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬।
চেয়ার ছুঁড়ে, চপ্পল পেটা করে ডাকাতি রুখলেন প্রবীণ দম্পতি, ভাইরাল ভিডিও