সাতসকালে কাঁপল ওড়িশার বিস্তীর্ণ এলাকা, কম্পন অনুভূত অসমেও! আতঙ্কিত বাসিন্দারা
সকালে কম্পন ওড়িশায়। ৭.১০-এ রিখটার স্কেলে ৩.৮ মাত্রার এই ভূমিকম্পটি হয় ওড়িশার বেরহামপুর থেকে ৭৩ কিমি পশ্চিম উত্তর পশ্চিমে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এর জেরে সম্পত্তি হানি কিংবা হতাহতের কোনও খবর নেই। এদিন ভোরে অসমেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কবার্তা হাওয়া অফিসের, একনজরে

কাঁপল ওড়িশা
সকাল ৭.১০-এ কেঁপে উঠল ওড়িশার বেরহামপুর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩.৮। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা।

ভোরে অসমেও ভূমিকম্প
এদিন ভোরে কেঁপে ওঠে অসমও। সোনিতপুরে হওয়া এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৩.৫। জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। জুলাইয়ে বেশ কয়েকবার কম্পন হয়েছে অসম-সব উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে। ১৬ ও ২৪ জুলাই অসমে ভূমিকম্প হয়েছিল।

ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি
এদিনের ভূমিকম্পের জেরে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়লেও, প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

তীব্র মাত্রার ভূমিকম্পের আশঙ্কা
কখনও হিমাচল, কখনও ওড়িশা কিংবা উত্তরপূর্বের বিভিন্ন রাজ্য, একের পর এক জায়গায় মৃদু ভূমিকম্প হচ্ছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশেষজ্ঞদের মত, একের পর এক মৃদু ভূমিকম্প হলেই যে পরে তীব্র ভূমিকম্প হবে, তার কোনও ভিত্তি নেই।