For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যরাতে ফের কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে রাস্তায় নেমে আসলেন বহু মানুষ

গত ২৪ ঘন্টা আগেই কেঁপে ওঠে দিল্লি! নেপালের ভূমিকম্পের ফলে দিল্লি সহ ভারতের একটা বড় অংশে কম্পন অনুভূত হয়। আর সেই রেশ কাটতে না কাটতেই পর্টব্লেয়ার, আন্দামান সহ বিস্তির্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয় বলে জানা যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

Earthquake In Portblair Andaman and Nicobar: গত ২৪ ঘন্টা আগেই কেঁপে ওঠে দিল্লি! নেপালের ভূমিকম্পের ফলে দিল্লি সহ ভারতের একটা বড় অংশে কম্পন অনুভূত হয়। আর সেই রেশ কাটতে না কাটতেই পর্টব্লেয়ার, আন্দামান সহ বিস্তির্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয় বলে জানা যাচ্ছে।

রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 4.3 ছিল বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয় বলে জানা যাচ্ছে। রীতিমত আতঙ্কে রাস্তায় নেমে আসে বহু মানুষ।

১০ কিমি নীচে ছিল বলে জানা যাচ্ছে

১০ কিমি নীচে ছিল বলে জানা যাচ্ছে

জানা যাচ্ছে, ন্যাশানাল সেন্টার সেন্টার ফর সিসমোলজির মতে, পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 253 কিলোমিটার SSE এর 4.3 মাত্রার ভূমিকম্প হয়। গভীর রাতে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। কম্পনের গভীরতা জমি থেকে ১০ কিমি নীচে ছিল বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। যদিও এই কম্পনে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসিনি। এমনকি ক্ষয়ক্ষতির খবরও স্পষ্ট নয়।

ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, মধ্যরাতে হঠাত করেই ঝাঁকুনি অনুবুত হয়। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন বলে জানা যাচ্ছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি শুরু করে দেন বলেও খবর। ঘটনার পর প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। তবে ইতিমধ্যে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে।

২৪ ঘন্টা আগে কাঁপে নেপাল

২৪ ঘন্টা আগে কাঁপে নেপাল

বলে রাখা প্রয়োজন, নেপালে তীব্র ভূমিকম্প। বুধবার রাতে সে দেশে হঠাত করেই ব্যাপক কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। ঘটনার পরেই ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, নেপাল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর। তবে নেপালের কপম্পনের জেরে দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। বুধবার ভোররাতে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের উৎস্যস্থল ছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৩৪০ কিলোমিটার দূরে দাইপায়ালে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস্যস্থল। নেপালের কম্পন ছড়িয়ে পড়েছিল উত্তরভারতের একাধিক রাজ্যে। রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরাখণ্ড। সর্বত্র ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভোর সাড়ে ৬টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কম্পন। তবে এবার ঘটনাস্থল- পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

English summary
Earthquake hits andaman and nicobar islands today, magnitude was 4.3
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X