For Quick Alerts
For Daily Alerts
মরুরাজ্য কেঁপে উঠল ভূমিকম্পে! চাঞ্চল্য ভারতের পশ্চিমভাগে
ভূমিকম্পে কেঁপে উঠল মরুরাজ্য রাজস্থান। রাজস্থানের বিকানীরে এদিন কম্পন অনুভূত হয়। তবে কম্পনের জেরে কোনও হতাহতের খবর নেই । সেখানে সকাল সাড়ে দশটা নাগাদ এই ভূমিকম্পেরে জেরে স্বভাবতই ছড়িয়েছে আতঙ্ক।

জানা গিয়েছে , এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৫। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল বিকানীর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অসম কেঁপে উঠেছিল ভূমিকম্পে। যে ঘটনার কেন্দ্রস্থল ছিল ভূটান। আর পূর্বাংশের পর এবার ভারতের পশ্চিমাংশে ভূমিকম্প ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
জানা গিয়েছে, রাজস্থানের বেশ কয়েকটি গ্রামে আজকের ভূমিকম্পের প্রভাব পড়েছে তবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত আসেনি