For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূমিকম্পে কেঁপে উঠল মনিপুরের মইরঙ, আতঙ্কে বাড়ি ছেড়ে পথে বেরোলেন বাসিন্দারা

মনিপুরের দক্ষিণ মইরঙে ফের ভূমিকম্প হল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। ইম্ফলের ৪৫ কিলোমিটার দক্ষিণে মইরঙ শহরের ৪০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

  • |
Google Oneindia Bengali News

মনিপুরের দক্ষিণ মইরঙে ফের ভূমিকম্প হল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। ইম্ফলের ৪৫ কিলোমিটার দক্ষিণে মইরঙ শহরের ৪০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। বড় কোন ক্ষয়ক্ষতির খবর নেই। খবর নেই প্রাণহানিরও। তবে আতঙ্ক ছড়িয়ে মনিপুরের বিস্তীর্ণ এলাকায়।

ভূমিকম্পে কেঁপে উঠল মনিপুরের মইরঙ, আতঙ্কে পথে বাসিন্দারা

আড়াই মাস পর ফের ভূমিকম্প অনুভূত হল মনিপুরে। ২৫ মে পর পর দু-বার ভূমিকম্প অনুভূত হয়। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে ভূমিকম্প হয় ওইদিন। তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল বেশ কম ২.৬। বিশেষজ্ঞরা দ্বিতীয় ভূমিকম্পকে আফটার শক বলে ব্যাখ্যা করেন।

এদিন কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কে স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসেন। মইরঙ ছাড়াও পূর্ব ও পশ্চিম ইম্ফল, চূড়াচন্দ্রপুর, সেনাপতি উখরুল, থাউবল জেলার বাসিন্দারাও একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বারেবারে ভূমিকম্পের কারণে আতঙ্ক ছিল সর্বত্র।

English summary
Earth quake occurs in Manipur of North-East India. The quake was 4.0 magnitude in Richter scale.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X