For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিষিদ্ধ হল ই-সিগারেট, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকর জানিয়ে দেশে নিষিদ্ধ করা হল ই-সিগারেট। বুধবার একথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Google Oneindia Bengali News

স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকর জানিয়ে দেশে নিষিদ্ধ করা হল ই-সিগারেট। বুধবার একথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এই ই-সিগারেট যুবা এবং শিশুদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হওয়াতেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিষিদ্ধ হল ই-সিগারেট, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

তামাক সেবন মুক্ত হতে ই সিগারেটের ব্যবহার করা শুরু হয়। বাজারে তার বিক্রিও ভাল ছিল। তামাক নেই অথচ সিগারেটের মতোই একটা বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহারের আনন্দের ঝোঁকে আসক্ত হয়ে পড়ছিল কিশোর, যুবারা। যাতে তাঁদের শরীরে আরও বেশি ক্ষতি হচ্ছিল। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সরকারের এই ঘোষণার সঙ্গে সঙ্গে ই-সিগারেটের উ‌ৎপাদন, আমদানি, বিক্রি, ব্যবহার, বিতরণ সব কিছুই নিষিদ্ধ হল। এমনকী বাড়িতে বা নিজের কাছে কেউ ই-সিগারেট রাখতেও পারবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

গত কয়েকমাস ধরেই ই-সিগারেটের ব্যবহারোপযোগিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সরব হয়েছিল বিভিন্ন মহল। বিশেষ করে চিকিৎসক মহল এই ই-সিগারেটের ব্যবহারে ক্ষতিকর দিকটি নিয়ে সচেতন করেিছল। কিন্তু সেটা কমার চেয়ে উত্তরোত্তর বেড়েই চলেছিল। তাই বাধ্য হয়েই এই ই-সিগারেট নিষিদ্ধ করণের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

[দিল্লিতে মমতার মোকাবিলা! চাপে রাখতে তৈরি বিজেপির তিন মূর্তি][দিল্লিতে মমতার মোকাবিলা! চাপে রাখতে তৈরি বিজেপির তিন মূর্তি]

দেশে প্রায় ১৫০ রকমের স্বাদে পাওয়া যেত ই-সিগারেট। ৪০০টি ব্র্যান্ড বিক্রি করত এটি। নিষিদ্ধ করার পর এটি বাজারে বিক্রি করা হলে বা কারোর কাছে পাওয়া গেলে মোটা টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এক লাখ টাকা জরিমানা সঙ্গে ১ বছরের জেল হতে পারে ব্যক্তির। দ্বিতীয়বার একই অপরাধ করলে ৫ লাখ টাকা জরিমানা এবং ৩ বছরের জেল হবে অভিযুক্তের।

 [পাকিস্তানের জঙ্গিদের টার্গেটে ইউরোপও! কাশ্মীর নিয়ে ভারতের বড় জয় ইউরোপিয়ান ইউনিয়নে] [পাকিস্তানের জঙ্গিদের টার্গেটে ইউরোপও! কাশ্মীর নিয়ে ভারতের বড় জয় ইউরোপিয়ান ইউনিয়নে]

English summary
E-cigarettes will be banned in India with immediate effect
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X