পরিবারতন্ত্র নিয়ে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যকে ফের খোঁচা বিজেপি-র, যা বললেন অমিত শাহ
কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি রাহুল গান্ধীর পরিবারতন্ত্র নিয়ে মন্তব্য় ঘিরে এখনও সমালোচনার মেজাজেই আছে বিজেপি। বিজেপি সভাপতি অমিত শাহ এদিন বলেন ' বিজোপি কাজ করার রাজনীতি বিশ্বাস করে, কিন্তু কংগ্রেস বিশ্বাস করে পরিবারতন্ত্রে'।
নয়াদিল্লিতে বিজেপির জাতীয় কার্যকরি কমিটিক বৈঠকে এই মন্তব্য করেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রথম সারির নেতারা। এছাড়াও বিজেপি কর্মীরাও সেখানে হাজির ছিলেন।

অমিত শাহ এই বৈঠকে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বার বার উল্লেখ করেন যে রাহুল গান্ধী, পরিবারতন্ত্রের মাধ্যে দিয়েই রাজনীতিতে এসেছেন; কিন্তু নরেন্দ্র মোদী, বা রামনাথ কোবিন্দ প্রত্যেকেই নিজের কাজের মাধ্যমে একটা জায়গা অর্জন করেছেন। আর অমিত শাহর বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা তথা রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানান, যে রাহুল গান্ধীর মন্তব্যের যথাযথ উত্তর দিয়েছেন অমিত শাহ।
উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধীকে বার্কেলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক সভায় প্রশ্ন করা হয় পরিবারতান্ত্রিক রাজনীতির অংশ হিসাবে তাঁর প্রতিক্রিয়া কী? প্রত্যুত্তরে রাহুল বলেন, ভারতে এটা একটা 'সমস্যা' , আর তার পরেই বলেন, 'অনেককটি দেশই এভাবে চলে'। এপ্রসঙ্গে তিনি অভিষেক বচ্চন, স্তলিন, অখিলেশ যাদবেরও উদাহরণ দেন। এরপরই বিজেপি রাহুলের এরকম মন্তব্যের চরম সমালোচনা করেন।