For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীঘ্রই নতুন পালক জুড়তে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ের মুকুটে

দিল্লি- হরিয়ানা সীমানা ও বাসাই রেলওয়ে ওভারব্রিজের সঙ্গে সংযোগ আরও ভাল করতে এবার দ্বারকা এক্সপ্রেসওয়ে ওপর একটি ৯ কিমি দীর্ঘ উড়ালপুল তৈরির করার পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

শীঘ্রই নতুন এক উচ্চতা পেতে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। দিল্লি- হরিয়ানা সীমানা ও বাসাই রেলওয়ে ওভারব্রিজের সঙ্গে সংযোগ আরও ভাল করতে এবার দ্বারকা এক্সপ্রেসওয়ে ওপর একটি ৯ কিমি দীর্ঘ উড়ালপুল তৈরির করার পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই ফ্লাইওভার তৈরি হয়ে গেলে দ্বারকা থেকে হরিয়ানা যাওয়ার সময় অনেকটাই কমে যাবে।

 শীঘ্রই নতুন পালক জুড়তে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ের মুকুটে

সম্প্রতি জাতীয় সড়কের তকমা পেয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। ৬ লেন থেকে ৮ লেনের সম্প্রসারণের কাজ চলছে দ্বারকা ও ৮ নং জাতীয় সড়ক সংযোগকারী এই এক্সপ্রেসওয়েতে। এই ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হলে বিশেষ লাভবান হবেন ব্য়বসায়ীরাও। শেয়ার হোমসের ম্যানেজিং ডিরেক্টর বিনীত রেলিয়া জানাচ্ছেন, যে গতিতে এই উড়ালপুলের কাজ চলছে, তাতে এই কাজ দ্রুতই সম্পন্ন হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। এই কাজ সম্পন্ন হলে যাতায়াত সমস্যার সমাধান হবে বলে আশাপ্রকাশ করেছেন বিনীত।

 শীঘ্রই নতুন পালক জুড়তে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ের মুকুটে

আগামী বছরখানেকের মধ্যে দ্বারকা এক্সপ্রেসওয়ের দুধারে রিয়েল এস্টেটের ব্য়বসা রমরমিয়ে চলবে বলেই মনে করা হচ্ছে। ফলে সেদিক দিয়েও আশাবাদী এমথ্রিএম গ্রুপের ডিরেক্টর পঙ্কজ বনসল।

 শীঘ্রই নতুন পালক জুড়তে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ের মুকুটে

এনএইচএআই সূত্রের খবর, দ্বারকা এক্সপ্রেসওয়ের ওপর এই উড়ালপুলের কাজে ধাপে ধাপে শেষ করা হবে। প্রথম ধাপে ৯ কিমি উড়ালপুলের জন্য় টেন্ডার ডাকা হবে বলে জানা গিয়েছে।

English summary
Dwarka Expressway to get 9 km elevated road, plans NHAI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X