For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতেই আছড়ে পড়ল ধুলো ঝড়, লাল সতর্কতা জারি দিল্লি সহ উত্তর ভারতে, দেখুন ভিডিও

নয়াদিল্লি, হরিয়ানা, এনসিআর সহ উত্তর ভারতে আছড়ে পড়ল ধুলো ঝড়। সোমবার রাতের দিকে ঝোড়ো হাওয়া বয়ে যায় গুরগাঁও, নয়ডা সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, হরিয়ানা, এনসিআর সহ উত্তর ভারতে আছড়ে পড়ল ধুলো ঝড়। সোমবার রাতের দিকে ঝোড়ো হাওয়া বয়ে যায় গুরগাঁও, নয়ডা সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। ভারতীয় মৌসম বিভাগের তথ্য অনুযায়ী দিল্লি ও এনসিআর এলাকায় ধুলো, ঝড়, বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রোহতক, ভিওয়ানি, ঝাজ্জর, গুরুগ্রাম, বাগপত, মেরঠ, গাজিয়াবাদের মতো এলাকা রয়েছে।

রাজস্থানে ধুলো ঝড়

রাজস্থানে ধুলো ঝড় থামার লক্ষণ নেই। সন্ধ্যা নামতেই ধেয়ে এল ধুলো ঝড়। তার আগে সারাদিন নানা প্রান্তে ধুলো ঝড় তাড়া করেছে এলাকাবাসীকে। এই চিত্র ঝুঞ্ঝুনু এলাকার। ঝোড়ো হাওয়া সঙ্গে ধুলো ঝড়ে চারিদিক ঢেকে গিয়েছে।

গুরগাঁও

হরিয়ানার গুরগাঁওয়ের চিত্রটাও ঠিক একইরকমের। এখানেও রাতের দিকে ধুলো ঝড় আছড়ে পড়ে। রাস্তাঘাট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যায়। সো-সো হাওয়ার সঙ্গে ধুলোর কণা চারিদিক ঢেকে ফেলে।

বাদ নেই দিল্লিও

ধুলো ঝড়ের প্রকোপ থেকে বাদ যায়নি দিল্লিও। এদিন সন্ধ্যের পর দিল্লিতেও ধুলো ঝড়ের প্রকোপ দেখা যায়। বিভিন্ন এলাকায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। মানুষ তড়িঘড়ি বাড়িতে ঢুকে পড়তে বাধ্য হন। এই ছবি দিল্লির আরকে পুরম এলাকার।

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশে ধুলো ঝড়ে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি মানুষের। এদিনও মেরঠে রাচের দিকে ধুলো ঝড় এলাকাবাসীকে আতঙ্কিত করে তোলে। এলাকার স্কুল-কলেজ সহ নানা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

English summary
Dust storm hits Delhi, NCR and other parts of North India, warning issued by IMD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X