For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Meghalaya Election 2023: মমতার সফরের মাঝেই মেঘালয়ে দলবদলের হিড়িক, পদত্যাগ তৃণমূল বিধায়ক সহ ৫ জনের

Google Oneindia Bengali News

শিয়রে ভোট। আজই দিন ঘোষণা। তার মাধেই মেঘালয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক উত্থান পতন। মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝে ৫ বিধায়ক পদত্যাগ করেছেন। তাঁরা ইউনাইডেট ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ িদচ্ছেন। মেঘালয়ে বিরোধী দলের ভূমিকায় রয়েছে তৃণমূল কংগ্রেস। আজই ৫১ জন প্রার্থী তালিকা প্রকাশ করব তৃণমূল কংগ্রেস। তার মাঝেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতোর।

মেঘালয়ে ৫ বিধায়কের পদত্যাগ

মেঘালয়ে ৫ বিধায়কের পদত্যাগ

ভোট মুখি মেঘালয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতোর। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মধ্যেই শুরু হয়ে গিয়েছে দল বদল। ৫ বিধায়ক পদত্যাগ করেছেন বিধানসভা থেকে। তারা যোগ দিচ্ছেন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টে। এই ৫ পদত্যাগী বিধায়কের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের বিধায়কও রয়েছেন। এদিকে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর উপস্থিতির মধ্যে দলে এই ভাঙন নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

কারা ছাড়লেন দল

কারা ছাড়লেন দল

যাঁরা দল ছাড়লেন সেই তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক। সিতলাং পেলে নাম তাঁর। এছাড়া হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টির রেনিকটন নিন্ডো টোঙ্ঘারষ কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক মাইরালবর্ন সাইম এবং পিটি সওকিমে এবং নির্দ ন বিধায়ক লেম্বোর মালাঙ্গিয়াং। এখনও পর্যন্ত মোট ১৮ জন বিধায়ক মেঘালয়ের বিধানসভা থেকে পদত্যাগ করেছেন। তার মধ্যে বিজেপি বিধায়করাও রয়েছেন। এরই মধ্যে পদত্যাগী বিধায়করা অন্য দলে যোগ দেওয়ার কথা ঘোষণাও করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ভাঙন

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ভাঙন

আজই মেঘালয়ে ভোটের দিন ঘোষণা হয়েছে। আবার আজই মেঘালয়ে সভা করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ সেখানে সভাও করেছেন তাঁরা। তারই মধ্যে আবার তৃণমূল কংগ্রেসের বিধায়কের পদত্যাগ এবং দল বদলের ঘটনায় জল্পনা বাড়িয়েছে। তাহলে কি আরো তৃণমূল কংগ্রেস বিধায়ক পদত্যাগের পথে হাঁটবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। মেঘালয় বিধানসভায় তৃণমূল কংগ্রেস এখন প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে।

ভোটের দিন ঘোষণা

ভোটের দিন ঘোষণা

ভোটের দামামা বেড়ে গিয়েছে। আজই ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নাগাল্যান্ড এবং মেঘালয়ে একদিনেই হবে ভোট গ্রহন মোট ৬০টি বিধানসভা কেন্দ্র রয়েছে মেঘালয়ে। সবকটি কেন্দ্রেই ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। আর ভোট গণনা হবে ২ মার্চ। কাজেই এরই মধ্যে মেঘালয়ে অসমের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে উত্তেজনা রয়েছে। তাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছেন। এবার যদিও মেঘালয়ে একক লড়াইয়ের পথে হাঁটবে গেরুয়া শিবিরই এমনই জানিয়েছে।

দিল্লি বিধানসভায় তাড়া তাড়া নোট হাতে আম আদমি পার্টির বিধায়ক! কারণ চমকে দেবে দিল্লি বিধানসভায় তাড়া তাড়া নোট হাতে আম আদমি পার্টির বিধায়ক! কারণ চমকে দেবে

English summary
During Mamata Banerjee visit at Meghalaya 5 MLA file resigne and Join United Democratic Party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X