For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মাঝেই বিশ্বে বাড়ছে করোনা ভাইরাস সংক্রান্ত প্রতারণা

লকডাউনের মাঝেই বিশ্বে বাড়ছে করোনা ভাইরাস সংক্রান্ত প্রতারণা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রান্ত ই–মেল হামলা ফেব্রুয়ারির শেষ থেকে বেড়ে গিয়েছে ৬৬৭ শতাংশ বলে জানিয়েছে নতুন এক রিপোর্ট।

কম্পিউটারে ঢুকছে ম্যালওয়্যার

কম্পিউটারে ঢুকছে ম্যালওয়্যার

কোভিড-১৯-এ সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের প্রচার ই-মেলে আসছে আর সেখান থেকেই ম্যালওয়্যার এসে ঢুকছে কম্পিউটারে। শুধু তাই নয় এই ফাঁকে সাইবার প্রতারকরা ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিচ্ছে এবং তার সঙ্গে টাকাও। এমনই নতুন রিপোর্ট পাওয়া গিয়েছে বারাকুদা নেটওয়ার্কসের মাধ্যমে। সাইবার হামলাকারীরা সাধারণ প্রতরণার কৌশল প্রয়োগ করছে। যদিও প্রতারকরা এখন করোনা ভাইরাসের বিভ্রান্তমূলক কিছু প্রচার করে ব্যবহারকারিদের মনোযোগ অন্য দিকে নিয়ে যাচ্ছে।

বাড়ছে করোনা ভাইরাস সংক্রান্ত প্রতারণা

বাড়ছে করোনা ভাইরাস সংক্রান্ত প্রতারণা

বারাকুদা গবেষকরা গবেষণা করে জানিয়েছেন যে ১ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে ৪৬৭,৮২৫ টি প্রতারণামূলক ই-মেল সনাক্ত হয়েছে এবং তার মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত ই-মেলের সংখ্যা ৯,১১৬টি, যা হামলার ২ শতাংশ। যদিও তুলনায়, ফেব্রুয়ারিতে মোট ১,১৮৮ করোনা ভাইরাস সম্পর্কিত ই-মেল আক্রমণ সনাক্ত করা হয়েছিল এবং জানুয়ারিতে মাত্র ১৩৭ টি সনাক্ত হয়েছিল। যদিও এই হামলার সামগ্রিক সংখ্যা অন্যান্য হামলার তুলনায় এখনও কম, তবে এ ধরনের হামলা দ্রুত বাড়ছে।

তিনটি প্রতারণার কৌশল ব্যবহার করা হচ্ছে

তিনটি প্রতারণার কৌশল ব্যবহার করা হচ্ছে

বারাকুদা গবেষকরা তিন ধরনের প্রতারণা সনাক্ত করেছে, প্রথম করোনা ভাইরাস সংক্রান্ত থিম কেলেঙ্কারি, দ্বিতীয় ব্র্যান্ড ইম্প্রেশন এবং ব্যবসায়িক ই-মেল বোঝাপড়া। ।

English summary
during lockdown increased covid 19 related phishing attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X