বেঙ্গালুরুর ইন্দিরানগরের পুজোয় এবার সোমলতা থেকে মহালক্ষ্মী আইয়ার! দেখেনিন অনুষ্ঠানসূচি
দুর্গাপুজোর সূর্য এখন মধ্যগগনে। বাংলা ছাড়িয়ে প্রায় ২০০০ কিলোমিটার দূরের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুও রীতিমতো উচ্ছ্বসিত এই প্রাণর পুজো ঘিরে। পুজোর গন্ধ এই শহরের বাঙালিদেরও মাতোয়ারা করে রেখেছে। আর সেই আনন্দে গা ভাসিয়েছেন বেঙ্গালুরুর ইন্দিরানগরের সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন।

বেঙ্গালুরুর সোশিও কালচালার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোয় এই বছরের পুজোয় ৩ অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে আনন্দ উৎসব। পঞ্চমীর দিন ইন্দিরা নগরের পূর্ণপ্রজ্ঞা শিশুগৃহ হল-এ আয়োজিত এই পুজোয় ছিল 'আনন্দমেলা'র আয়োজন। এরপর ষষ্ঠীর দিন রয়েছে সাড়ে সাতটা থেকে রয়েছে 'আগমণী' , এরপরই সন্ধ্যে ৮ টা থেকে রয়েছে ডান্ডিয়া। সপ্তমীর দিন রয়েছে সন্ধ্যে ৮ টা থেকে সোমলতার অনুষ্ঠান।
[ ২০২০ দুর্গাপুজোয় মহালয়ার ৩৫ দিন পর পুজো! কেন এমন জানেন ]
অষ্টমীর দিন ফোক ব্যান্ড 'ফনাহ' মাতাতে চলেছে এই মণ্ডপের আসর। নবমীতে রয়েছে সন্ধ্যে ৮ টা নাগাদ বিজু নায়ারের অনুষ্ঠান। দশমীতে মহালক্ষ্মী আয়ারের অনুষ্ঠান রয়েছে সন্ধ্যেবেলা ৮ টা থেকে। সবমিলিয়ে ইন্দিরানগরের সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো এবার জমজমাট আসরে মাতোয়ারা হতে চলেছে।