ট্যাবলেট থেকে হোমিওপ্যাথির শিশি দিয়ে তৈরি হল দুর্গাপ্রতিমা! শিল্পীর কাজে মুগ্ধ নেট পাড়া
করোনার আবহে দুর্গাপুজো ঘিরে রীতিমতো চড়ছে পারদ। আগেরব বছরগুলির মতো করে দুর্গাপুজো এবার না হলেও, করোনার জেরে চিকিৎসার সরঞ্জাম বারবার নজর কেড়েছে পুজো আবহে। কখনও করোনা হয়েছে অসুর কখনও বা দেবী ধার দিয়েছেন চিকিৎসকের ভূমিকায়। তবে অসমের এক পুজো এই আবহে রীতিমতো তাক লাগিয়েছে।

অসমের একটি পুজোতে দেখা গেল হোমিওপ্যাথির শিশি থেকে অব্যবহার্য ট্যাবলিট দিয়ে তৈরি হয়েছে একটি গোটা দূর্গা প্রতিমা। করোনার আবহে চিকিৎসা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এমন দুর্গা মূর্তি তৈরি হয়েছে। এই মূর্তি নির্মাণের নেপথ্যে রয়েছেন মৃৎশিল্পী সঞ্জীব বসাক। অসমের সঞ্জীব বসাকের এই কাজে মুগ্ধ গোটা অসম। দেখা গিয়েছে দুর্গার গোটা মূর্তিতে ট্যাবলেটের বিভিন্ন আকারকে মাথায় রেখে তা সুক্ষ্ম পদ্ধতিতে বসানো হয়েছে।
গত ৮ বছর ধরে মূর্তি বানাচ্ছেন শিল্পী সঞ্জীব বসাক। এর আগে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তিনি বহুবার দূর্গা প্রতিমা গড়েছেন। তবে এবার অতিমারীর আবহে তিনি কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। করোনার আবহে এই বছর বহু ধরনের মূর্তি দেখা গিয়েছে দুর্গাপুজোয় , তবে সঞ্জীব বসাকের কাজও আপাতত ভাইরাল নেট পাড়ায়।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে