For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ দুর্গাপুজো: 'লক্ষ্মীছাড়া' থেকে 'ক্রসউইন্ডস'! বেঙ্গালুরুর EBCA এবছর রাজকীয় মেজাজে হাজির

আর মাত্র দুই রাত পোহালেই পঞ্চমী। খাতায় কলমে বাঙালির ক্যালেন্ডারে এসে যাবে দুর্গাপুজো। কলকাতা থেকে শিলিগুড়ি এই মুহূর্তে যেভাবে প্রাণের উৎসব নিয়ে ব্যস্ত, ঠিক ততটা ব্যস্ততা গালিচা শহর বেঙ্গালুরুতে চোখ

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র দুই রাত পোহালেই পঞ্চমী। খাতায় কলমে বাঙালির ক্যালেন্ডারে এসে যাবে দুর্গাপুজো। কলকাতা থেকে শিলিগুড়ি এই মুহূর্তে যেভাবে প্রাণের উৎসব নিয়ে ব্যস্ত, ঠিক ততটা ব্যস্ততা গালিচা শহর বেঙ্গালুরুতে চোখে না পড়লেও , এই প্রযুক্তিনগরীর বাঙালিরা কিন্তু উমাকে সাড়ম্বরে ঘরে আনতে কোনও অংশে কম যান না! শরতের গন্ধ মেখে বেঙ্গালুরুর ইবিসিএ-র পুজো উদ্যোক্তারা এই বছর দুর্গোপুজোর আয়োজনে এখন শেষ মুহূর্তের ব্যস্ততায়। বেঙ্গালুরুতে পুজো-ফিভার কয়েক ডিগ্রি চড়িয়ে দিয়ে এইবছর ইবিসিএ-র দুর্গাপুজোয় থাকছে রাজকীয় আয়োজন।

 পুজোর ঠিকানা বদল

পুজোর ঠিকানা বদল

বেঙ্গালুরুতে হোয়াইটফিল্ডের হোসকোটে রোডের কাট্টানাল্লুরের কেএমএম রয়্যাল কনভেনশন সেন্টরে এই বছর রাজকীয় পুজো আয়োজিত হতে চলেছে ইবিসিএ-র তরফে। ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন বা ইবিসিএ-র এই পুজোয় এই বছর পরম্পরা মেনে পুজোর পাশাপাশি থাকছে একাধিক তাক লাগানো আয়োজন।

 পুজোর অনুষ্ঠানসূচি

পুজোর অনুষ্ঠানসূচি

এই বছর ইবিসিএ দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে চলেছে। আর ২০১৯ -এর দুর্গাপুজোর আসরকে মাত করতে বেঙ্গালুরুর এই অ্যাসোসিয়েশনের পুজোয় এবার ষষ্ঠী থেকে নবমী থাকছে একাধিক তাক লাগানো অনুষ্ঠানের আসর। মহাষষ্ঠীর দিন থাকছে রবীন্দ্রনাথের 'বাল্মীকির প্রতিভা' নাটক, সপ্তমীতে থাকছে সঙ্গীতশিল্পীদের মেলবন্ধনে 'বেদা'র আসর। অষ্টমীর দিন থাকছে 'লক্ষ্মীছাড়া'র আসর। উললেখ্য, ২০ বছর পর বেঙ্গালুরুর মাটিতে পা রাখছে বাংলা ব্যান্ড 'লক্ষ্মীছাড়া'। ওই একই দিনে থাকছে 'রুহানিয়াত'-এর অনুষ্ঠান। নবমীতে রয়েছে বাংলা ব্যান্ড ' ক্রসউইন্ডস'। প্রসঙ্গত, ইবিসিএ-র পুজোই এবার বেঙ্গালুরুতে ৩ টি নামী ব্যান্ডকে একজোট করছে। আর এই সমস্ত বর্ণাঢ্য আয়োজনের বাইরেও থাকছে ধুনুচি নাচ থেকে ফ্যাশন শো-র অনুষ্ঠান।

আনন্দমেলা-র আয়োজন

আনন্দমেলা-র আয়োজন

ইতিমধ্যেই মহালয়ার দিন 'আনন্দমেলা'র বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল এই পুজো কমিটি। ইনঅরবিট মল-এ আয়োজিত 'আনন্দমেলা' অনুষ্ঠানে খাওয়া দাওয়া থেকে দেদার আড্ডা হইচই ঘিরে যেন উঠে এসেছিল এক টুকরো বাংলা। সেই অনুষ্ঠানেও ছিল চোখে পড়ার মতো ভিড়।

২০১৯ দুর্গাপুজো : নজির গড়ে 'প্লাস্টিক মুক্ত পুজো'-র আয়োজনে এবার ব্রতী বেঙ্গালুরুর 'সারথী'২০১৯ দুর্গাপুজো : নজির গড়ে 'প্লাস্টিক মুক্ত পুজো'-র আয়োজনে এবার ব্রতী বেঙ্গালুরুর 'সারথী'

 দুর্গাপুজো ২০১৯: বেকারত্ব ঘোচাতে, আর্থিক উন্নতি লাভে কিছু সহজ ঘরোয়া টিপস দুর্গাপুজো ২০১৯: বেকারত্ব ঘোচাতে, আর্থিক উন্নতি লাভে কিছু সহজ ঘরোয়া টিপস

English summary
Durga Puja 2019:, Bengaluru's EBCA to celebrate Puja with Crosswinds to Lakkhichara .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X