For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থনৈতিক মন্দার নাগপাশে দেশের সাপ্তাহিক গড় বেকারত্বের হার ২৪% ছাড়ল

অর্থনৈতিক মন্দার নাগপাশে দেশের সাপ্তাহিক গড় বেকারত্বের হার ২৪% ছাড়ল

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৪শে মার্চ থেকেই চলছে দেশজোড়া লকডাউন। বন্ধ সরকারি-বেসরকারি সমস্ত কর্মক্ষেত্র। যার জেরে প্রতিনিয়তই কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যেই দেখা দিয়েছে বিপুল অর্থনৈতিক মন্দা। সূত্রের খভর, বর্তমানে, দেশে গড় সাপ্তাহিক বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২৪%।

গ্রামের তুলনায় শহরে বেকারত্বের হার বেশি

গ্রামের তুলনায় শহরে বেকারত্বের হার বেশি

সেন্টার ফর মনিটরিং ইকোনমি বা সিএমআইই থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২৫ শে মে পর্যন্ত দেশের গড় বেকারত্বের হার দাঁড়িয়েছে ২৪.৫ শতাংশ। যেখানে শহরে বেকারত্বের পরিমাণ ছিল ২৬.৩ শতাংশ এবং গ্রামীণ বেকারত্ব ছিল ২৩.৭ শতাংশে।

সাপ্তাহিক বেকারত্বের হার গড় বেকারত্বের চেয়ে বেশি

সাপ্তাহিক বেকারত্বের হার গড় বেকারত্বের চেয়ে বেশি

২৪ শে মে পর্যন্ত দেশের সাপ্তাহিক বেকারত্বের হার সামান্য বেড়েছে। আগের রিপোর্ট অনুযায়ী এই হার ছিল ২৪ শতাংশ, যা আগের সপ্তাহের চেয়ে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২৪.৩ শতাংশে। সিএমআইই-র তথ্যে দেখা যাচ্ছে সর্বশেষ হারটি, গত ৮ সপ্তাহের গড় বেকারত্বের হার ২৪.২ শতাংশের থেকে সামান্য বেশি।

কমেছে চাকরি খোঁজার প্রবণতা

কমেছে চাকরি খোঁজার প্রবণতা

সিএমআইইয়ের একজন কর্মকর্তা মহেশ ব্যাসের মতে, "লকডাউন চলাকালীন বেকারত্বের হার ২৪ শতাংশের কাছাকাছি স্থিতিশীল থাকলেও, শ্রমে অংশগ্রহণে আগ্রহ কমেছে মানুষের।" সিএমআইই'র মে'র সাপ্তাহিক তথ্য অনুসারে দেখা যাচ্ছে, ইচ্ছুক ব্যক্তিদেরও চাকরি খোঁজার প্রবণতা কমেছে।
সিএমআইইয়ের একজন কর্মকর্তা মহেশ ব্যাসের মতে, "লকডাউন চলাকালীন বেকারত্বের হার ২৪ শতাংশের কাছাকাছি স্থিতিশীল থাকলেও, শ্রমে অংশগ্রহণে আগ্রহ কমেছে মানুষের।" সিএমআইই'র মে'র সাপ্তাহিক তথ্য অনুসারে দেখা যাচ্ছে, ইচ্ছুক ব্যক্তিদেরও চাকরি খোঁজার প্রবণতা কমেছে।

লকডাউন বাড়লে বাড়বে বেকারত্ব

লকডাউন বাড়লে বাড়বে বেকারত্ব

মার্চে কর্মসংস্থান হার সর্বনিম্নে নেমে গিয়েছিল। দেশে লকডাউন জারি হওয়ার পরে আরও খারাপ হয়ে যায় পরিস্থিতি। এপ্রিল মাসে, পুডুচেরিতে সর্বোচ্চ বেকারত্বের হার ছিল ৭৫.৮ শতাংশ,এবং তারপরেই ছিল তামিলনাড়ু ৪৯.৮ শতাংশ। পরবর্তীতে লকডাউন বর্ধিত হলে বেকারত্ব আরও বাড়তে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।

বিশ্বের সবচেয়ে উষ্ণতম অঞ্চল হয়ে উঠল উত্তর ভারত, ভাঙল ১৮ বছরের রেকর্ডবিশ্বের সবচেয়ে উষ্ণতম অঞ্চল হয়ে উঠল উত্তর ভারত, ভাঙল ১৮ বছরের রেকর্ড

English summary
Because of the economic downturn, the average weekly unemployment rate in the country is now above 24 percent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X