For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইআরসিটিসির সার্ভিজ চার্জ বহাল! দামি হল ই-টিকিট

দাম বাড়ল রেলের ই-টিকিটের। ১ সেপ্টেম্বর থেকে সার্ভিস চার্জ লাগু হওয়ায়, এই টিকিটের দাম বৃদ্ধি। নন এসি টিকিটের ক্ষেত্রে সার্ভিস চার্জ হচ্ছে১৫ টাকা করে। আর এসির ক্ষেত্রে সার্ভিস চার্জ হচ্ছে ৩০ টাকা করে

  • |
Google Oneindia Bengali News

দাম বাড়ল রেলের ই-টিকিটের। ১ সেপ্টেম্বর থেকে সার্ভিস চার্জ লাগু হওয়ায়, এই টিকিটের দাম বৃদ্ধি। নন এসি টিকিটের ক্ষেত্রে সার্ভিস চার্জ হচ্ছে ১৫ টাকা করে। আর এসির ক্ষেত্রে সার্ভিস চার্জ হচ্ছে ৩০ টাকা করে। এছাড়াও আলাদা করে জিএসটি লাগু হচ্ছে।

আইআরসিটিসির সার্ভিজ চার্জ বহাল! দামি হল ই-টিকিট

নোটবন্দির পর ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে এই সার্ভিস চার্জ তুলে দিয়েছিল কেন্দ্র। সেই সময় নন এসি ইটিকিটের ক্ষেত্রে সার্ভিস চার্জ ছিল ২০ টাকা এবং এসির ক্ষেত্রে সার্ভিস চার্জ ছিল ৪০ টাকা।

আইআরসিটিসির সিদ্ধান্তের ফলে একই পিএনআর-এ যে কজনের নাম থাকবে প্রত্যেকের জন্যই এই চার্জ দিতে হবে।

অগাস্টেই আইআরসিটিসির সার্ভিস চার্জের আবেদনে সিলমোহর দিয়েছিল রেল বোর্ড। রেল বোর্ড বলেছিল ই টিকিটের ওপর থেকে সার্ভিস চার্জ তুলে নেওয়ার সিদ্ধান্ত ছিল সাময়িক।

রেলের আধিকারিকরা জানিয়েছেন, সার্ভিস চার্জ তুলে নেওয়ার ফলে ২০১৬-১৭ সালে আইআরসিটিসির আয় কমে গিয়েছে ২৬ শতাংশ।

[আরও পড়ুন: বিজেপি থেকে নিষ্কৃতি পেতে চাইছেন শোভন! বৈশাখীর কথায় প্রশ্নে রাজনৈতিক ভবিষ্যৎ][আরও পড়ুন: বিজেপি থেকে নিষ্কৃতি পেতে চাইছেন শোভন! বৈশাখীর কথায় প্রশ্নে রাজনৈতিক ভবিষ্যৎ]

[আরও পড়ুন: বিজেপির থেকে পুরনো দল অনেক ভালো! শোভনের কথা তুলে প্রশস্তির বন্যা বৈশাখীর গলায়][আরও পড়ুন: বিজেপির থেকে পুরনো দল অনেক ভালো! শোভনের কথা তুলে প্রশস্তির বন্যা বৈশাখীর গলায়]

English summary
Due to service charge restoration Price of e tickets increases from 1 September.Rs 15 for non-AC and Rs 30 for AC classes increases from today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X