For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরাপত্তার কারণে গুগল 'স্ট্রিট ভিউ' বাতিল করল কেন্দ্র সরকার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১০ জুন : নিরাপত্তাজনিত কারণে গুগল 'স্ট্রিট ভিউ' পরিষেবা বাতিল করল কেন্দ্র। এই বিষয়ে স্বরাষ্ট্র দফতরের তরফে আপত্তি তোলা হয়েছিল। এরপর সমস্ত বিষয় খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ত্রিমাত্রিকভাবে বা থ্রি-ডি পদ্ধতিতে ভারতের কোনও জায়গাকে গুগল 'স্ট্রিট ভিউ'-এ গিয়ে দেখা যাবে না।

ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়

ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা

এই পরিষেবার মাধ্যমে কোনও একটি জায়গার প্যানোরমিক ভিউ পাওয়া যেত। দেখে মনে হবে যেন সত্যিই জায়গাটি আপনার চোখের সামনে রয়েছে। অর্থাৎ ক্যামেরায় ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্তকিছু আপনার সামনে ফুটে উঠত।

নিরাপত্তার কারণে গুগল 'স্ট্রিট ভিউ' বাতিল করল কেন্দ্র সরকার

এই বিষয়ে তৈরি স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যকরী কমিটিতে ভারতীয় বায়ুসেনা, সেনাবাহিনী, নৌবাহিনীর আধিকারিকেরা ও কেন্দ্রীয় ইন্টেলিজেন্স দফতরের আধিকারিকেরা ছিলেন। এই কমিটিই সবদিক খতিয়ে দেখে নেতিবাচক রিপোর্ট দিয়েছে।

এবার আপনার পোশাক হয়ে উঠবে টাচ স্ক্রিন!

এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, একবার এতে রাজি হয়ে গেলে তদারকি করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আর তাতে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোর ধাক্কা খাবে বলে জানা গিয়েছে।

'Anti-National'সার্চ করলে গুগুল ম্যাপ নিয়ে যাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে!

বিশেষ করে পাঠানকোটের মতো হামলার পরে আরও সতর্ক হয়েছে কেন্দ্র। কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি আগে থেকে পেয়ে গেলে জঙ্গিদের হাতে প্রয়োজনীয় তথ্য এসে যাবে। যাতে আখেরে নিরাপত্তাই বিঘ্নিত হবে।

এর আগে ২০১৫ সালের এপ্রিল মাসে স্ট্রিট ভিউ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রেজেন্টেশন জমা দিয়েছিল গুগল। তাদের বক্তব্য ছিল, পর্যটন ও বিপর্যয় মোকাবিলায় এই স্ট্রিট ভিউ বিশেষ উপকারে আসবে।

English summary
Due to security reason, India says 'no' to Google Street View
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X