
যুদ্ধ ঘোষণা রাশিয়ার, শেয়ারবাজারে বড় ধাক্কা, ১৪০০ পয়েন্ট নামল সেনসেক্স
সাত সকালে শেয়ার বাজারে বড় পতন। বাজার খুলতেই ১৪০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স। নিফটিতেও বড় পতন। একের পর এক বড় কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করেছে। এই নিয়ে আগেই সতর্ক করেছিলেন অর্থনীতিবিদরা। রাশিয়ার সিদ্ধান্তের জন্য বড় মাশুল িদতে হবে গোটা বিশ্বকে।

বাজার খোলার আগেই ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করেন। তারপরেই শেয়ার বাজারে ধস নামে। সকাল ৯টা ১৫ মিনিট থেকেই পড়তে শুরু করে একাধিক বড় সংস্থার শেয়ারের দাম পড়তে পড়তে একধাক্কায় ১৬ পয়েন্ট পড়ে গিয়েছে শেয়ার বাজার। গত কয়েকদিন ধরেই ইউক্রেন এবং রাশিয়ার এফেক্স পড়ছিল শেয়ার বাজারে। এত তাড়া তাড়ি যে রাশিয়া যুদ্ধ ঘোষণা করে দেবে সেটা আন্দাজ করা যায়নি।
রাশিয়া যুদ্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে প্রভাব পড়তে শুরু করে। ২দিন আগেও একই কারণে শেয়ার বাজারে ধস নেমেছিল। এক ধাক্কায় প্রায় ১৬০০ পয়েন্ট পড়ে গিয়েছে শেয়ার বাজার। নিফটিতেও একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে। নিফটিও পড়তে শুরু করেছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে আন্তর্জাতির বাজারে তেলের দামও বাড়তে শুরু করে দিয়েছে। আমেরিকা আগে থেকেই রাশিয়ার উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটেন এবং ফ্রান্সও তা জারি করেছে।
কাজেই আন্তর্জাতিক বাণিজ্য বিপুল প্রভাব পড়বে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধের কারণে। জিনিসের দাম হু হু করে বাড়তে শুরু করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এদিকে রাষ্ট্রপুঞ্জও এই নিয়ে তৎপর হয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে জরুরি বৈঠক বসেছে। গোটা বিশ্বে এই যুদ্ধের কারণে অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। সব দেশের অর্থনীতিতেই এর প্রভাব পড়বে। তার প্রতিফলন ঘটতে শুরু করেছে শেয়ার মার্কেটে।