For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Cyclone Mandous: ঘূর্ণিঝড় মান্দোস ধেয়ে আসছে, প্রমাদ গুনছে তামিলনাড়ু, ১৩ জেলায় ইতিমধ্যে জারি লাল সতর্কতা

Cyclone Mandous: ঘূর্ণিঝড় মান্দোস ধেয়ে আসছে, প্রমাদ গুনছে তামিলনাড়ু, ১৩ জেলায় ইতিমধ্যে জারি লাল সতর্কতা

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ (Low Pressure) থেকে অতিগভীর নিম্নচাপ। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তা থেকেই ঘূর্ণিঝড় (Cyclone) তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যা নিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া (Weather) দফতর। তামিলনাড়ুর ১৩ টি জেলায় ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় ১৩ টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

তামিলনাড়ুর যেসব জায়গায় রেড অ্যালার্ট

তামিলনাড়ুর যেসব জায়গায় রেড অ্যালার্ট

তামিলনাড়ুর ১৩ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে চেন্নাই, নাগাপট্টিনাম, ভিলুপুরম, চেঙ্গলপাট্টু, কুড্ডালোর, কাঞ্চিপুরম, থিরুভাল্লুর, আরিয়ালুর, পেরাম্বলুর, কাল্লাকুরিচি, থাঞ্জাভুর, মায়িলাদুথুরাই, থিরুভারুর। এটা উল্লেখ করা প্রয়োজন যে ২০১৬ সাল থেকে ডিসেম্বর মাসে তামিলনাড়ুতে বন্যার মতো পরিস্থিতির তৈরি হচ্ছে।

পরিস্থিতির মোকাবিলায় তলব এনডিআরএফ

পরিস্থিতির মোকাবিলায় তলব এনডিআরএফ

পরিস্থিতির মোকাবিলায় তলব এনডিআরএফকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই এনডিআরএফ-এর ছটি টিমকে চেন্নাই, থাঞ্জাভুর, নাগাপট্টিনাম, তিরুভারুর, কুদ্দালোর, মাইলাদুথুরাইতে মোতায়েন করা হয়েছে। তামিলনাড়ু সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে দেওয়া নির্দেশের পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

বৃষ্টির সম্ভাবনা চেন্নাই-পুদুচেরিতে

বৃষ্টির সম্ভাবনা চেন্নাই-পুদুচেরিতে

বঙ্গোপসাগরে আবহাওয়াগত পরিস্থিতির কারণে ডিসেম্বরে তামিলনাড়ুতে অতিরিক্ত বৃষ্টি। এর সঙ্গে যুক্ত হয়েছে নিম্নচাপজনিত কারণ। আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়। তারপর তা থেকে গভীর নিম্নচাপ । পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। তবে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নিয়ে এখনও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। স্থলভাগে ঢোকার আগেই তা শক্তি হারাতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।
তবে এর প্রভাবে চেন্নাইয়ের পাশাপাশি পুদুচেরিতে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতরের তরফে ৭-৯ ডিসেম্বরের মধ্যে পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশেও

বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশেও

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানের সিস্টেম তামিলনাড়ুর উত্তর উপকূলের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলকেও প্রভাবিত করবে। অন্ধ্রপ্রদেশে ৭ ডিসেম্বর মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হবে। এর পরবর্তী সময়ে বৃষ্টির বেগ বাড়বে। ৮-৯ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৫৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৮ ডিসেম্বর নাগাদ ঝড়ের বেগ সর্বোচ্চ ঘন্টায় ৯০ কিমি পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Weather News: মেঘলা আকাশের ভ্রুকুটির মধ্যে বাড়ল তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস Weather News: মেঘলা আকাশের ভ্রুকুটির মধ্যে বাড়ল তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
Due to possibilities of Cyclone Mandous weather dept issues red alert in 13 districts of Tamilnadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X