For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এও মোদী ঝড়! কংগ্রেসকে অপেক্ষা করতে হবে আরও পাঁচ বছর, বললেন অমিত শাহ

নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের প্রাপ্তি নিয়ে কথার উত্তর দিচ্ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই সময় তিনি জানিয়েদিলেন, আসন্ন নির্বাচনেও মোদী ঝড়। ফলে ২০১৯-এর নির্বাচনে আশা নেই।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের প্রাপ্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই সময় তিনি জানিয়েদিলেন, আসন্ন নির্বাচনেও মোদী ঝড়। ফলে ২০১৯-এর নির্বাচনে আশা নেই। কংগ্রেসকে অপেক্ষা করতে হবে আরও পাঁচ বছর।

প্রত্যেক নির্বাচনই চ্যালেঞ্জ

প্রত্যেক নির্বাচনই চ্যালেঞ্জ

বিজেপি সভাপতি জানালেন, প্রত্যেক নির্বাচনী তাদের কাছে চ্যালেঞ্জের। দলের কর্মীরা কোনও নির্বাচনকেই হাল্কা ভাবে নেন না বলেও জানিয়েছেন তিনি। অমিত শাহ জোর দিলেন এবারের নির্বাচনেও রয়েছে মোদী ঝড়। কেননা তাঁর রয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই কারণে সারা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে।

মোদী জিতবেন বড় ব্যবদানে

মোদী জিতবেন বড় ব্যবদানে

নরেন্দ্র মোদী সামনের নির্বাচনে জিতবেন। হলফ করে বলে দিচ্ছেন দলের সভাপতি। নির্বাচন প্রাথমিক পর্যায়ে। ফলে নম্বর সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। কিন্তু ২০১৪ থেকে ২০১৯-এ বড় ব্যবধানে জিতবেন তিনি।

রাহুলের কাছে আমেথি কঠিন

রাহুলের কাছে আমেথি কঠিন

কংগ্রেসের জন্য আর পাঁচ বছর ক্ষমতার বাইরে থাকতে হবে। জানিয়ে দিলেন অমিত শাহ। একইসঙ্গে তাঁর দাবি, এবার আমেথি থেকে রাহুলের লড়াই বেশ কঠিন।

ভোট ব্যাঙ্ক নয় চিন্তা করেই ভোট

ভোট ব্যাঙ্ক নয় চিন্তা করেই ভোট

কোনও কোনও নেতার ক্ষেত্রে ভোট ব্যাঙ্কটা একটা সম্পদ। কিন্তু বর্তমানে ভোটাররা চিন্তা করেন। সেই অনুযায়ী ভোট দেন।

[আরও পড়ুন: প্রকাশিত হতে চলেছে কংগ্রেস ইস্তেহার! থাকতে পারে যেসব বিষয়][আরও পড়ুন: প্রকাশিত হতে চলেছে কংগ্রেস ইস্তেহার! থাকতে পারে যেসব বিষয়]

 রামমন্দির

রামমন্দির

রামমন্দির নিয়ে অমিত শাহ বলেন, বিষয়টি আদালতে রয়েছে। তবে তা শীঘ্রই মিটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন। তাঁর আশা, ২০২০-তে বিজেপি রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠ হবে। ফলে সরবিধানের ৩৫এ ধারা নিয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: 'কোন স্পর্ধায় তিনি এই কথা বলেছেন!' কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী ইস্যুতে ওমরকে তুলোধনা মোদীর ][আরও পড়ুন: 'কোন স্পর্ধায় তিনি এই কথা বলেছেন!' কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী ইস্যুতে ওমরকে তুলোধনা মোদীর ]

বুঝতে পারবেন মমতা

বুঝতে পারবেন মমতা

এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জনতার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারবেন বলে মনে করছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দলের ফল ভাল হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

[আরও পড়ুন: ওয়ানাদে রাহুলের লড়াইয়ের জের! সিপিএম ফেরার 'আমূল বেবি'র কথা, জবাব কংগ্রেসেরও][আরও পড়ুন: ওয়ানাদে রাহুলের লড়াইয়ের জের! সিপিএম ফেরার 'আমূল বেবি'র কথা, জবাব কংগ্রেসেরও]

English summary
Due to Modi wave COngress will have to wait for another five years, told Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X