For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ পরিস্থিতির প্রভাব ভোট নিরাপত্তায় পড়তে পারে! চিন সীমান্তের সুরক্ষায় কেন্দ্রের বড় পদক্ষেপ

লাদাখ পরিস্থিতির প্রভাব ভোট নিরাপত্তায় পড়তে পারে! চিন সীমান্তের সুরক্ষায় কেন্দ্রের বড় পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

বিএসএফ, আইটিবিপি, এসএসবি সহ একাধিক সীমান্ত সুরক্ষা বাহিনীকে নিয়ে কেন্দ্র বড়ৃসজড পদক্ষেপের পথে হাঁটতে চলেছে। চলতি বছরের শেষের দিকে বিহার নির্বাচন আসন্ন। তারপরই রয়েছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা ভোট। এদিকে, লাদাখ পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকায়, সরকার বিএসএফ বাহিনীকে নিয়ে কোন পথে হাঁটছে দেখে নেওয়া যাক।

 সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ে পদক্ষেপ

সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ে পদক্ষেপ

উল্লেখ্য, সরকার চাইছে ভারতের অভ্যন্তরে বিভিন্ন দায়িত্ব থেকে বিএসএফ, আইটিবিপি, এসএসবিকে অব্যহতি দিতে। চিন সীমান্তের পরিস্থিতি মাথায় রেখেই এমন কথা ভাবছে কেন্দ্র। সূত্রের দাবি তেমনটাই।

 লাদাখের প্রভাব ভারতের ভোট নিরাপত্তায়!

লাদাখের প্রভাব ভারতের ভোট নিরাপত্তায়!

উল্লেখ্য, জানা যাচ্ছে, আসন্ন সময়ে ভোটের দায়িত্বে সীমান্ত
সুরক্ষা বাহিনীকে দেখা যাবে না। তাদের দায়িত্ব সীমান্তে থাকবে বলে জানা গিয়েছে। লাদাখ উত্তেজনার পরিস্থিতিতে সরকার কোনও মতেই ঝুঁকি নিতে রাজি নয় বলে খবর।

বিহার দিয়ে শুরু

বিহার দিয়ে শুরু

বিহার নির্বাচন ঘিরে নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে সরকারের কাছে। কোভিডের অতিমারীর পরিস্থিতিতে নির্বাচন আয়োজন, এবং সেখানে নিরাপত্তা ধরে রাখা সরকারের পাখির চোখ হবে। এমন পরিস্থিতিতে শুধুমাত্র সিআরপিএফ দিয়ে নির্বাচন সংগঠিত করার নতুন মডেল নিয়ে পর্যালোচনা করছে কেন্দ্র।

আগামী কয়েক বছরের পরিকল্পনা

আগামী কয়েক বছরের পরিকল্পনা

জানা যাচ্ছে, শুধু এই আসন্ন ভোটের জন্যই নয়, আগামী কয়েক বছরের কথা ভেবে সরকার দেশের আভ্যন্তরীণ দায়িত্ব থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীকে সরিয়ে দিতে চাইছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কেবলমাত্র সীমান্তের দেখভালের কাজেই মোতায়েন থাকুক,তা চাইছে অমিত শাহের মন্ত্রক।

একুশের আগে কৃষিবিল কাঁটা মোচনে পথে নামছে বঙ্গ বিজেপি, কৃষকদের বাড়ি যাবেন দিলীপরাএকুশের আগে কৃষিবিল কাঁটা মোচনে পথে নামছে বঙ্গ বিজেপি, কৃষকদের বাড়ি যাবেন দিলীপরা

English summary
Due to Ladakh stand off Government removes all border forces from Election duty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X