প্রবল বর্ষণে মুম্বইয়ে দেওয়াল চাপা পড়ে মৃত ২১, আহত ৭৪
প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী। একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার মুম্বইয়ের মালাডে প্রবল বর্ষণে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ২১ জনের। সোমবার রাতভর চলেছে বৃষ্টি। মঙ্গলবার ভোররাত ২টো নাগাদ মালাডে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়াল ভেঙে পড়ে।

দেওয়াল ঘেষেই তৈরি হয়েছিল একাধিক ঝুপড়ি। ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মারা যান ২১ জন। সকালে উদ্ধার কাজ শুরু করে এনডিআরএফ। দেওয়ালের ভারে একেবারে গুঁড়িয়ে গিয়েছে ঝুপড়িগুলি। ভগ্নস্তুপের মধ্যে কেউ চাপা পড়ে রয়েছে কিনা জানতে পুলিস কুকুর এনে তল্লাশি চালানো হয়। এখনও পর্যন্ত আহত অবস্থায় ৭৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকলের আধিকারিকরা জানিয়েছেন পূর্ব মালাডের সিংহদ ইনস্টিটিউটের এই পাঁচিলটির ঘেষে যে বস্তিটি ৈতরি হয়েছিল তাতে বাস করতেন শ্রমিকরা। যাঁরা এখনও বেঁচে রয়েছেন তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায মৃত্যুর ধারায় মামলা দােয়র করেছে পুলিস। যে জমিতে ঝুপড়িগুলি তৈরি হয়েছিল সেই জমির মালিকের সন্ধান চালাচ্ছে পুলিস।
মঙ্গলবার প্রবল বর্ষণের কারণে গোটা শহর বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে কাউকে বেরোতে নিষেধ করা হয়েছে। আগামী ২দিন শহরে আরও বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।