For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারী বৃষ্টিতে জলমগ্ন বেঙ্গালুরু, এদিনও বন্ধ থাকবে স্কুল

Google Oneindia Bengali News

কর্ণাটকের বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাতের জেরে পূর্ব অঞ্চলের সমস্ত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় আজ বুধবার বন্ধ থাকবে। গতকাল রাতে এই ঘোষণা করেন ব্লক শিক্ষা আধিকারিক। শিক্ষার্থী ও অভিভাবকদের এই খবর জানানো হয়েছে। ব্লক শিক্ষা আধিকারিক জারি করা আদেশটি সমস্ত বেসরকারী এবং সরকারি স্কুলের জন্য। এদিকে এখানে আগামী ৩ দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কী বলছে বিবিএমপি?

কী বলছে বিবিএমপি?

বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি) প্রধান কমিশনার তুষার গিরি নাথ এর আগে দাবি করেছিলেন যে এটি গত ৫০ বছরের মধ্যে শহরের সবথেকে বৃষ্টিপাত। বেঙ্গালুরুতে বৃষ্টির জেরে বেশ কিছু অংশে পরিস্থিতি মঙ্গলবার রাত পর্যন্ত একই রকম ছিল। মঙ্গলবার, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ভবিষ্যদ্বাণী করেছে যে শহরে আগামী ২-৩ দিন বৃষ্টি থেকে অব্যাহতি মিলবে না।

ব্যবহার করতে হচ্ছে নৌকা

ব্যবহার করতে হচ্ছে নৌকা


ইয়েমালুর, রেইনবো ড্রাইভ লেআউট, সানি ব্রুকস লেআউট, মারাঠাহল্লির মতো শহরের বিভিন্ন অংশে অফিসগামী এবং স্কুলের পড়ুয়াদের জলে ডুবে রাস্তা পার হওয়ার জন্য নৌকা এবং ট্রাক্টর ব্যবহার করা একটি সাধারণ দৃশ্য ছিল।

উদ্ধার কাজে এনডিআরএফ

উদ্ধার কাজে এনডিআরএফ

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দল শহরের একটি প্লাবিত আবাসিক সোসাইটি থেকে মানুষকে উদ্ধার করতে মোতায়েন করা হয়েছিল। "আমরা দুটি NDRF টিম মোতায়েন করেছি। SDRF, একটি ফায়ার সার্ভিসও উদ্ধারকাজ চালাচ্ছে। BBPM লোকদের সরিয়ে নেওয়ার জন্য ট্রাক্টরও ব্যবহার করছে," বেঙ্গালুরুর সহকারী কমান্ড্যান্ট জে সেন্থিল কুমার বলেছেন। প্রবল বর্ষণে রাজ্যের অনেক জায়গায় বন্যার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। অবিরাম ভারী বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে ব্যাপকভাবে জল জমে রয়েছে, ভারতের সিলিকন ভ্যালির অনেক আইটি পেশাদার তাদের কর্মস্থলে পৌঁছানোর জন্য ট্রাক্টরে করে যাচ্ছেন।'

 কী বলেছেন মুখ্যমন্ত্রী?

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

মঙ্গলবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বেঙ্গালুরুর বর্তমান পরিস্থিতির জন্য রাজ্যের পূর্ববর্তী কংগ্রেস সরকারের দিকে আঙুল তুলেছেন। বোম্মাই বলেন, "কর্নাটক বিশেষ করে বেঙ্গালুরুতে নজিরবিহীন বৃষ্টি হয়েছে। গত ৯০ বছরে এই ধরনের বৃষ্টি হয়নি। সব জলাশয় ভরে গিয়েছে এবং সেগুলো উপচে পড়ছে। নাগারে বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টি হচ্ছে।" মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, "একটি ধারণা তৈরি হয়েছে যে পুরো বেঙ্গালুরুতেই এই জল যন্ত্রণা তৈরি হয়েছে। কিন্তু তা সত্য নয়। পুরো বেঙ্গালুরুতে এই সমস্যা নেই। সমস্যাটি দুটি জোনে, বিশেষ করে মহাদেবপুরে রয়েছে। ছোট এলাকায় ৬৯টি জলাধার রয়েছে। আর এগুলোর সবগুলোই উপচে পড়ছে। যার ফলে এই অবস্থা হয়েছে।"

English summary
rain and water logging cause school closed in Bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X