For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংরেজির প্রশ্নপত্র ফাঁস, ২৪টি জেলায় বাতিল হয়ে গেল দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা

ইংরেজির প্রশ্নপত্র ফাঁস, ২৪টি জেলায় বাতিল হয়ে গেল দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা

Google Oneindia Bengali News

যোগী ক্ষমতায় আলসতেই বড় ধাক্কা। ১২ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গেল। ফাঁস হয়ে গিয়েছে ইংরেজির প্রশ্নপত্র। তার জেরে ১২ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। ২৪ টি জেলায় বাতিল করা হয়েছে এই পরীক্ষা। কীভাবে প্রশ্ন পত্র ফাঁস হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

২৪টি জেলায় বাতিল হয়ে গেল দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা

যোগী শপথ নেওয়ার পরেই বড় কেলেঙ্কারি প্রকাশ্যে এল উত্তর প্রদেশে। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। ২ বছর পর এই প্রথম স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা। তারই মধ্যেএই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। শেষে ২৪টি জেলায় পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে উত্তর প্রদেশের শিক্ষা দফতর। এই ২৪টি েজলার মধ্যে রয়েছে আগ্রা, মইনপুর, মথুরা, আলিগড়, গাজিয়াবাদ, বাগপেট, বদায়ুঁ, শাজাহানপুর, উন্নাও, সীতাপুর, ললিতপুর, মাহবা, জালাউন, চিত্রকুট, আম্বেদকরনগর,প্রতাপগড়, গোণ্ডা, গোরখপুর, আজমগড়, বালিয়া। এমনকী মোদীর বারাণসীতেও ফাঁস হয়েছে প্রশ্নপত্র। কানপুর দেহাত, এটা, শামলিতেও ফাঁস হয়েছে প্রশ্নপত্র।

২৪টি জেলায় বাতিল হয়ে গেল দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা

তবে বাকি জেলাগুলিতে পরীক্ষা হয়েছে। যাঁরা এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িত তাঁদের জাতীয় সুরক্ষা আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা নিয়ে তদন্ত চলছে। তৎপর হয়ে উঠেছে যোগী সরকার। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১০ এবং ১২ শ্রেণির পরীক্ষা। ২৭ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছেন। তারমধ্যে ১২ লক্ষ মেয়ে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। ১৫ লক্ষ ছেলে পরীক্ষার্থী রয়েছেন।

যোগী সরকারের কাজ শুরুর পরপরেই এই ঘটনা নতুন করে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের ইন্ধন যুগিয়েছে। নতুন করে যোগীর বিরোধিতায় ময়দানে নেমেছেন তাঁরা। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যোগীকে এই নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে।

English summary
class 12 board examination of Uttar Pradesh canceled
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X