For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনেই নেপাল ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? বেশ কয়েকদিন বন্ধ থাকছে আন্তর্জাতিক বর্ডার

সামনেই নেপাল ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? বেশ কয়েকদিন বন্ধ থাকছে আন্তর্জাতিক বর্ডার

Google Oneindia Bengali News

উত্তর ভারত এবং উত্তর-পূর্ব ভারতে বেড়াতে যাওয়ার মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই যাঁরা নেপাল যাওয়ার কথা ভাবছেন তাঁদের জানিয়ে রাখা জরুরি বেশ কয়েকদিন বন্ধ থাকবে ভারত নেপাল সীমান্ত। ২০ নভেম্বর নেপালে সাধারণ নির্বাচন সেকারণে বন্ধ থাকবে সীমান্ত। নিরাপত্তার কারণেই বন্ধ রাখা হবে সীমান্ত। এমনই জানিয়েছেন আধিকারীকরা।

সামনেই নেপাল ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? বেশ কয়েকদিন বন্ধ থাকছে আন্তর্জাতিক বর্ডার

ভোটের সময় অনেক সময় দুষ্কৃতীরা অশান্তি ছড়িয়ে পাশের দেশে দিয়ে আত্মগোপন করে আবার বাইরে থেক এসে অশান্তি ছড়ায়। সেকারণেই আগে থেকে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হবে ভারত নেপাল সীমান্ত। ১৭ তারিখ রাত ১২ টা থেকে ২০ তারিখ রাত ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে সীমান্ত। এই সময় দুই দেশের মধ্যে কোনও রকম যান চলাচল করবে না। নেপাল এবং ভারত দুই দেশের পক্ষ থেকেই কড়া নজরদারি চলবে সীমান্তে। এসএসবি জওয়ানরা সাধারণত সীমান্ত সুরক্ষায় মোতায়েন থাকেন।

রাজ্যের ক্ষেত্রেও ভোটের সময় আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়া হয়। ভারতের একাধিক রাজ্যের সঙ্গে সীমান্তের যোগাযোগ রয়েছে। বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশের সঙ্গেও নেপালের সীমান্ত রয়েছে। উত্তরপ্রদেশের সঙ্গে ৫৯৯.২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে নেপালের। পিলবিট, লখিমপুর খেরি, বাহরিচ, শ্রাবস্তি, সিদ্ধার্থনগর মহারাজগঞ্জ জেলার সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। ১৭ তারিখ থেকে এই সীমান্ত বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

English summary
India-Nepal Border will closed for 72 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X