For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেঙে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা, উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের দাবি মায়াবতীর

Google Oneindia Bengali News

ভেঙে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা, উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের দাবি মায়াবতীর
নয়াদিল্লি, ৩০ মে : উত্তরপ্রদেশেরে বাদৌন জেলায় দুই দলিত নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় অখিলেশ যাদব সরকারের কড়া সমালোচনা করলেন বহুজন সমাজবাদী প্রধান মায়াবতী। তাঁর দাবি, বর্তমান উত্তরপ্রদেশ সরকারের শাসনে যেভাবে আইন ও শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে তাতে রাজ্যে এখনই রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।

একটি সাংবাদিক সম্মলেন মায়াবতী বলেন, ধর্ষণ এবং দাঙ্গা উত্তরপ্রদেশে ছেয়ে গিয়েছে, উত্তরপ্রদেশে এখন জঙ্গলরাজ চলছে।

বাদৌনের দুই নাবালিকা বোনকে গণধর্ষণ ও খুনের ঘটনার প্রসঙ্গ টেনে মায়াবতী বলেন, রাজ্যের মানুষ এই ঘটনায় স্তম্ভিত। তবুও অখিলেশ যাদব নেতৃত্বাধীন সরকারের কোনও হেল-দোল নেই। তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না।

ধর্ষণ এবং দাঙ্গা রাজ্যে ছেয়ে গিয়েছে, উত্তরপ্রদেশে এখন জঙ্গলরাজ চলছে: মায়াবতী

এদিন বাদৌনের ঘটনার পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ ঘাটতির ঘটনাতেও সমাজবাদী পার্টি সরকারের সমালোচনা করেন মায়াবতী। তিনি বলেন, উত্তরপ্রদেশে বিপুল পরিমাণে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। সমাজবাদী পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদ্যুতের সমস্যা আরও খারাপ হয়েছে। শুধু মাত্র সমাজবাদী পার্টির প্রধানের পরিবারের কেন্দ্রগুলি ছাড়া বাকি রাজ্যে বিদ্যুতের সমস্যায় ভোগান্তি হচ্ছে আম জনতার।

চরম বিদ্যুৎ ঘাটতির সমস্যায় ভুগছেন উত্তরপ্রদেশের মানুষ। সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন গ্রামীণ এলাকায় সমাজবাদী পার্টি সরকারই বিদ্যুৎ পরিষেবা ৫০ শতাংশ পর্যন্ত কেটে দিয়েছে।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অথচ তা শোধরানোর বিষয়ে মাথাই ঘামাচ্ছে দল রাজ্য সরকার তথা সমাজবাদী পার্টি।

English summary
Due to deplorable condition of law and order, Mayawati wants President rule in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X