For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে হলো না বাজেটের আগে ঐতিহ্যপূর্ণ ‘‌হালুয়া সেরিমনি’, বাদ গেল না লক–ইন প্রক্রিয়া‌

করোনা আবহে হলো না বাজেটের আগে ঐতিহ্যপূর্ণ ‘‌হালুয়া সেরিমনি’, বাদ গেল না লক–ইন প্রক্রিয়া‌

Google Oneindia Bengali News

প্রত্যেক বছর ঐতিহ্যপূর্ণ হালুয়া সেরিমনি ছাড়া কেন্দ্রীয় বাজেট অসম্পূর্ণ। কিন্তু এই প্রথমবার বাজেটের আগে গতানুগতিক '‌হালুয়া সেরিমনি’‌ হলো না। কারণ করোনা ভাইরাস মহামারির কারণে। তবে হালুয়া সেরিমনি বাদ দিয়ে চিরাচরিত প্রথায় অর্থ মন্ত্রকের কর্মকর্তা ও কর্মীদের লক–ইন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন পর্যন্ত তাঁরা বন্দি থাকবেন।

বাজেটেকে মিষ্টি করে তোলার জন্যই এই হালুয়া সেরিমনি

বাজেটেকে মিষ্টি করে তোলার জন্যই এই হালুয়া সেরিমনি

কেন্দ্রীয় বাজেটের প্রক্রিয়াকে মিষ্টি করে তোলার জন্যই এই হালুয়া সেরিমনি করা হয়। তবে এই প্রথাকে বাদ দিয়ে অর্থ মন্ত্রকের কর্মী ও আধিকারিক, যাঁরা বাজেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাঁদের কাজের জায়গায় বন্দি করে রাখা হয়েছে। বৃহস্পতিবারই তাঁদের বন্দি দশায় চলে যেতে হয়। আগামী মঙ্গলবার সংসদে বাজেট পেশ হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বাজেটের গোপনীয়তা বজায় রাখার জন্য বাজেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের একটা ঘরে আটকে রাখার প্রথা বহু বছর ধরে প্রচলিত রয়েছে।

 লক–ইন প্রক্রিয়ায় থাকবেন অর্থ মন্ত্রকের কর্মীরা

লক–ইন প্রক্রিয়ায় থাকবেন অর্থ মন্ত্রকের কর্মীরা

নর্থ ব্লকের ভেতরে অবস্থিত বাজেট প্রেসে কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময়কালের সমস্ত আধিকারিকদের থাকতে হয়। এঁদের সঙ্গে এই সময় পরিবারের সদস্যরাও যোগাযোগ করতে পারেন না। একমাত্র সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরই তাঁরা তাঁদের প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারেন। গত বছরের মতো এ বছরও কাগজহীন বাজেট পেশ করা হবে। মোবাইল অ্যাপেও এই বাজেট পাওয়া যাবে।

হালুয়া তৈরি হয় বিশাল বড় কড়াইতে

হালুয়া তৈরি হয় বিশাল বড় কড়াইতে

রীতি অনুযায়ী, প্রত্যেক বছর সরকার বাজেট পেশ করার কয়েকদিন আগে, এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসাবে '‌হালুয়া উৎসব'‌-এর আয়োজন করে। ভারতীয় এই মিষ্টিটি তৈরি হয় বিশাল বড় কড়াইতে এবং তা বিতরণ করা হয় অর্থ মন্ত্রকের কর্মীদের মধ্যে। '‌হালুয়া উৎসব'‌ হল একটি প্রথাগত প্রাক-বাজেট অনুষ্ঠান যা আনুষ্ঠানিকভাবে বাজেটের সঙ্গে যুক্ত বিভিন্ন নথির মুদ্রণ বন্ধ করে দেয়।

 হালুয়া উৎসবের তাৎপর্য

হালুয়া উৎসবের তাৎপর্য

গত বছর অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন নর্থ ব্লকে হালুয়া উৎসবের পৌরোহিত্য করেন। একটি রিপোর্ট অনুসারে এই হালুয়া বিতরণের একটি তাৎপর্য রয়েছে। বাজেট তৈরি ও মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে যেসব আধিকারিক ও সহযোগী কর্মীরা প্রত্যক্ষভাবে যুক্ত, তাঁরা লোকসভার বাজেট পেশের সময় পর্যন্ত এখানেই থাকেন। এমনকি পরিবারের লোকের সঙ্গেও তাঁদের যোগাযোগ করা নিষেধ। বাজেট মুদ্রণে যুক্ত থাকেন প্রায় ১০০ আধিকারিক।

English summary
due to covid19 this year no halwa ceremony before budget 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X