For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কের জেরে শেষকৃত্যে বাধা, অবশেষে হিন্দু কবরস্থানে সমাধিস্থ মুসলিম প্রৌঢ়

করোনা আতঙ্কের জেরে শেষকৃত্যে বাধা, অবশেষে হিন্দু কবরস্থানে সমাধিস্থ মুসলিম প্রৌঢ়

  • |
Google Oneindia Bengali News

করোনা সঙ্কটের মধ্যেও দেশের বিভিন্ন জায়গা থেকে বারংবার উঠে আসছে ভেদাভেদের ছবি। অহেতুক সন্দেহের জেরে অনেক জায়গাতেই করোনা আক্রান্ত নন এমন মানুষদের বিপদের মধ্যে পড়তে হচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর পাড়া-প্রতিবেশি থেকে শুরু করে পরিবার সদস্যদের দিকে। এমতাবস্থায় এবার করোনা সন্দেহে মৃত্যুর জেরে হায়দারবাদের এক মুসলিম ব্যক্তিকে সমাধিস্থই করা গেল কবর স্থানে।

করোনা আতঙ্কের জেরে শেষকৃত্যে বাধা, অবশেষে হিন্দু কবরস্থানে সমাধিস্থ মুসলিম প্রৌঢ়

হায়দারাবাদের ওই কবরস্থানে সাধারণত মুসলিম সমাজের মানুষদেরই সামধিস্থ করা হয়। কিন্তু সূত্রের খবর যে ব্যক্তিকে এদিন সমাধিস্ত করার জন্য নিয়ে যাওয়া তার করোনা ভাইরাসের কারণেই মৃত্যু হয়েছে বলে সন্দেহ করেন কবরস্থানটির তত্ত্বাবধানে থাকা কেয়ারটেকারেরা। সূত্রের খবর, পরবর্তীকালে সন্দীপ ও শেখর নামে স্থানীয় দুই যুবকের সাহায্যে তাকে একটি হিন্দু কবর স্থানে সমাধিস্ত করা হয়।

এদিকে বছর ৫৫-র মৃত ব্যক্তি খাজা মিঁঞা হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানা যাচ্ছে। তার পরিবারের লোকজনকে অযথা হয়রানির অপরাধে ইতিমধ্যেই হায়দরাবাদের ওই মুসলিম কবরস্থানের ছ’জন মুতওয়ালি বা তত্ত্বাবধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে এই ঘটনার পর হায়দরাবাদের উপকণ্ঠে বালাপুরে শুধুমাত্র করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের জন্য একটি সমাধিস্থল তৈরি করা হয়েছে বলে খবর। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এবং তাঁর ভাই তথা এআইএমআইএম-র বিধায়ক আকবরউদ্দিন ওবাইসি এই কবরস্থানটি স্থাপনের প্রস্তাব দিয়ছিলেন। যেখানে এখনও পর্যন্ত ১৪ জনকে কবর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সাধন পাণ্ডে-সহ রাজ্যের ১৩ ক্যাবিনেট মন্ত্রী কি বিজেপির পথে, কংগ্রেস নেতার দাবিতে জল্পনা সাধন পাণ্ডে-সহ রাজ্যের ১৩ ক্যাবিনেট মন্ত্রী কি বিজেপির পথে, কংগ্রেস নেতার দাবিতে জল্পনা

English summary
Due to Coronavirus panic a Muslim old man from Hyderabad was finally buried in a Hindu cemetery,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X