For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা 'নিউ নর্ম্যাল' স্ট্রিট ফুডও, তৈরি ফুচকা এটিএম, দেখে নিন কেমন করে কাজ করে

করোনা 'নিউ নর্ম্যাল' স্ট্রিট ফুডও, তৈরি ফুচকা এটিএম, দেখে নিন কেমন করে কাজ করে

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের জেরে জিভে জল আনা সব স্ট্রিট ফুডে ইতি টানতে হয়েছে। ফুচকা, ভেলপুরী, আলুকাবলি, এসব এখন কেবন স্বপ্নের মতো হয়ে গিয়েছে। মানুষ হার মানতে নারাজ। তৈরি করে ফেলেছে ফুচকা এটিএম। সোশ্যাল মিডিয়ায় সেই ফুচকা এটিএম ভাইরাল হয়ে গিয়েছে।

ফুচকা এটিএম

ফুচকা এটিএম

করোনা আবহে স্ট্রিট ফুডও নিউ নর্মান হয়ে গিয়েছে। কী করে জিভে জল আনা খাবার আবার খাওয়া যাবে তার উপায় বের করে ফেলেছেন অনেকেই। তৈরি হয়ে গিয়েছে ফুচকা এটিএন। করোনা সংক্রমণের কোনও রকম আশঙ্কা ছাড়াই এটিএম েথকে পরিচ্ছন্ন উপয়ে বেরিয়ে আসছে লোভনীয় ফুচকা। কেমন করে কাজ করে সেই ফুচকা এটিএম তার ভিডিও শেয়ার করেছেন এক নেটিজেন।

করোনায় ধাক্কা স্ট্রিট ফুডে

করোনায় ধাক্কা স্ট্রিট ফুডে

করোনা সংক্রমণের কারণে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে স্ট্রিট ফুড। রাস্তার খাবারের লোভনীয় গন্ধ এখন আর পাওয়া যাচ্ছে না। ভয়ে কেউ খেতেও চাইছেন না রাস্তার ধারের খাবার। তাই ফুচকা খাওয়ার ইচ্ছে দমিয়ে রাখতে হচ্ছে মনের মধ্যেই। লকডাউনের সময় ফেসবুকে হুজুক উঠেছিলে বাড়িেতই ফুচকা তৈরির চেষ্টা। অনেকেই ছবি শেয়ার করেছিলেন। কিন্তু তাতে রাস্তায় ফুচকা খাওয়ার মজা নেই।

নিউ নর্মাল স্ট্রিট ফুড

নিউ নর্মাল স্ট্রিট ফুড

করোনা সংক্রমণের মধ্যেই পথ বেরিয়ে আসছে একটার পর একটা। বুদ্ধিতে বল করেই এগিয়ে চলেছেন মানুষ। হোেটল রেস্তরাঁ খোলার পর নানা বিধ উপায় জারি হয়েছে করোনা সংক্রমণ রুখে ভোজন রসিকদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। স্ট্রিট ফুডই বা বাদ যায় কেন। তাই তৈরি ফুচকা এটিএম।

শোরগোল সোশ্যাল মিডিয়ায়

ফুচকা এটিএম ঘিরে এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কবে কোথা বসবে এই ফুচকা এটিএম। এই নিয়ে তুমুল উন্মাদনা চলছে নেটিজেনদের মধ্যে। সকলেই ফিরে যেতে যান আগের মতো ফুচকা স্টলে। কিন্তু করোনা তা হতে দিচ্ছে না। তাই ফুচকা এটিএম পেলে মন্দ কী।

ছবি সৌজন্য টুইটার

বিজেপির কোনও 'মুখ’ নেই! তৃণমূল ভেঙে একুশের প্রার্থী খুঁজতে তাই বাজাচ্ছে সকলকেইবিজেপির কোনও 'মুখ’ নেই! তৃণমূল ভেঙে একুশের প্রার্থী খুঁজতে তাই বাজাচ্ছে সকলকেই

English summary
Due to coronavirus pandamic Pani Puri ATM dispences Fuchka as new normal street food
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X