For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকটে চিনের বিকল্প ভারত, জুতো কারখানা খুলতে আগ্রহ দেখাল জার্মান সংস্থা

করোনা সংকটে চিনের বিকল্প ভারত, জুতো কারখানা খুলতে আগ্রহ দেখাল জার্মান সংস্থা

Google Oneindia Bengali News

চিন থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। তার জেরে অনেকেই এখন চিনে বিনিয়োগে ভয় পাচ্ছে। তাতে লাভ হয়েছে ভারতের। জার্মানের এক জুতো প্রস্তুতকারক সংস্থা ভারতে কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে। চিন েথকে কারখানা ভারতে সরিয়ে আনার পরিকল্পনা করেছে। মোদীর আত্মনির্ভর ভারত গড়ে তোলার প্যাকেজ ঘোষণার পরেই বড় বিনিয়োগ ভারতে আসতে চলেছে।

চিনের থেকে ব্যবসা সরাচ্ছে জার্মান সংস্থা

চিনের থেকে ব্যবসা সরাচ্ছে জার্মান সংস্থা

করোনা ভাইরাসে ছড়িয়েছে চিন থেকে। এই নিয়ে গোটা বিশ্বে কোনঠাসা হয়ে পড়েছে চিন। আমেরিকা সহ প্রায় ১০০ টি দেশ এই নিয়ে রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য সভায় চিনের বিরুদ্ধে নালিশ ঠুকেছে। করোনা সংক্রমণের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। করোনা সংক্রমণে চিনের ভাবমূর্তি যে নষ্ট হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। শিল্পে ধস নামতে শুরু করেছে চিনে। ইতিমধ্যেই চিন থেকে কারখানা গোটাতে শুরু করেছে একাধিক সংস্থা জার্মান জুতো প্রস্তুত কারক সংস্থা ভন ওলেক্স চিন থেকে কারখানা সরিয়ে ভারতে আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে ১১০ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থাটি।

বিনিয়োগ টানতে উদ্যোগী মোদী

বিনিয়োগ টানতে উদ্যোগী মোদী

করোনা সংকটে ধসে পড়তে চলেছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই ২০ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন মোদী। তাতে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে বিদেশি বিনিয়োগের সীমা বাড়িয়েছেন। তার পরেই জার্মান সংস্থার ভারতে বিনিয়োগের ঘোষণা।

উত্তর প্রদেশে তৈরি হবে কারখানা

উত্তর প্রদেশে তৈরি হবে কারখানা

ইরাটিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই কারখানা তৈরি করা হবে। ৩০ কোটি জুতো তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইরাটিক ইন্ডাস্ট্রিজ আগেই ৫০ কোটি জুতো তৈরি করার ক্ষমতা রাখে। জার্মান সংস্থাটির ১২টি জুতো কারখানা খোলার লাইসেন্স রয়েছে গোটা বিশ্বে। প্রায় ৮০টি দেশে জুতো বিক্রি করে এই সংস্থা। ভারতেও এই সংস্থার জুতো বিক্রি হয়।

আত্মনির্ভর ভারত প্যাকেজ

আত্মনির্ভর ভারত প্যাকেজ

আত্মনির্ভর ভারত প্যাকেজে একাধিক সংস্থার বেসরকারিকরণের কথা ঘোষণা করেছে মোদী সরকার। শিল্প স্থাপনের উপযোগী পরিবেশ গড়ে তোলার জন্য ৮টি ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছেন তিনি। এতে ভারতের অর্থনীতি চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ধূমপানের অভ্যাস ছাড়লে কমতে পারে করোনা সংক্রমণের সম্ভাবনা, জানাচ্ছে গবেষণাধূমপানের অভ্যাস ছাড়লে কমতে পারে করোনা সংক্রমণের সম্ভাবনা, জানাচ্ছে গবেষণা

English summary
Due to coronavirus pandamic German shoe makers want to invest in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X