For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সুরক্ষা বিধি মানতে বিমানের মাঝের সিট নিয়ে কড়া নির্দেশিকা বিমান পরিবহণ মন্ত্রকের

করোনা সুরক্ষা বিধি মানতে বিমানের মাঝের সিট নিয়ে কড়া নির্দেশিকা বিমান পরিবহণ মন্ত্রকের

Google Oneindia Bengali News

করোনা লকডাউনের চতুর্থ দফার মধ্যেই শুরু হয়েছে অভ্যন্তরীন বিমান পরিষেবা। তাতেই একাধিক জন যাত্রীর মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সংক্রমণের ঝুঁকি এড়াতে বিমানের মাঝের সিট খালি রাখার নির্দেশ দিয়েছেন আসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেই রকম আসন নির্ধারণ করেই টিকিট বিক্রি করতে বলা হয়েছে সংস্থাগুলিকে।

মাঝের আসন ফাঁকা রাখতে হবে

মাঝের আসন ফাঁকা রাখতে হবে

সংক্রমণের ঝুঁকি এড়াতে বিমানে মাঝের আসন ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেই রকম ভাবেই টিকিট বিক্রি করতে বলা হয়েছে বিমান সংস্থাগুলিকে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন মাঝের আসন খালি রাখার জন্য যাত্রীদের কাছ থেেক বেশি ভাড়া নিতে পারবেন না সংস্থাগুলি।

মাঝের আসনের জন্য অন্য বন্দোবস্ত

মাঝের আসনের জন্য অন্য বন্দোবস্ত

যদি যাত্রী সংখ্যার চাপের জন্য মাঝের আসন দিতেই হয় তাহলে সংক্রমণ এড়াতে তার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে বিমান সংস্থাগুলিকে। তিন লেয়ারের ফেস মাস্ক,ব়্যাপ অ্যারাউন্ড গাউনের ব্যবহার করতে হবে যাত্রীদের। কারণ ইতিমধ্যেই বেশ কয়েকজন বিমান যাত্রীর করোনা সংক্রমণ ধরা পড়েছে।

অভ্যন্তরীণ বিমান পরিষেবা

অভ্যন্তরীণ বিমান পরিষেবা

লকডাউন ৪-র মধ্যেই অভ্যন্তরীণ বিমান পরিষেবা শুরু হয়েছে। বিধি মেনে যাত্রীদের বিমান সফর করতে হচ্ছে। অরোগ্য সেতু অ্যাপ, মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে যাত্রীদের। বিমান বন্দরে চেকিংয়ের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমনকী মাল বহনের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিমান পরিষেবা কবে

আন্তর্জাতিক বিমান পরিষেবা কবে

সূত্রের খবর জুলাই মাসে শুরু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা। তবে সেটা এখনও সুনিশ্চিত করে জানানো হয়নি। কারণ আনলক ১-র প্রথম দফাতেই গোটা দেশে করোনা সংক্রমণ অনেকটাই বেড়েছে যার জেরে ২ লাখ ছুঁই ছুঁই অবস্থা করোনা আক্রান্তের সংখ্যায়।

করোনা লকডাউন: ভারতের বেকারত্বের হার কোনপথে এগিয়ে যাচ্ছে! ভয়াবহ পরিসংখ্যান একনজরে করোনা লকডাউন: ভারতের বেকারত্বের হার কোনপথে এগিয়ে যাচ্ছে! ভয়াবহ পরিসংখ্যান একনজরে

English summary
Due to coronavirus infection middle seat shoud be keep empty says aviation ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X