করোনা সংকটে দেশ, এক মাসের সন্তানকে নিয়ে কাজে যোগ দিলেন আইএএস অফিসার
করোনা সংক্রমণ দেশে ছড়িয়ে পড়েছে। এই সংকটজনক পরিস্থিতিতে দেশের অধিকাংশ প্রশাসনিক কর্মকর্তাদেরই ছুটি বাতিল করে কাজে যোগ দিতে হয়েছে। তাতে সামিল হয়েছে বিশাখাপত্তনমের এই মহিলা আইএএস অফিসার। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। দেশের এই সংকটে ছুটি না কাটিয়েই মাত্র এক মাসের সন্তানকে নিয়ে কাজে যোগ দিয়েছেন।

এক মাসের সন্তানকে কোলে নিয়ে তাঁর দফতর সামলানোর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সরকারি নিয়ম অনুসারে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি পান কর্মরত মহিলারা। সেই ছুটি তিনিও পেয়েছিলেন। কিন্তু দেশের সংকটে ছুটি না কাটিয়েই কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ২০১৩ ব্যাচের আইএএস অফিসার। গ্রেটার বিশাখাপত্তনম পুরসভার কমিশনার শ্রীজনা ঘুমল্লা।

কাজে যোগ দিয়ে শ্রীজনা জানিয়েছেন এটা অনেকটা কল অন ডিউটির মত। এই পরিস্থিতিতে বাড়িতে বসে ছুটি কাটানো সম্ভব ছিল না আমার পক্ষে। প্রশাসনকে সাহায্য করা আমার দায়িত্ব সেই দায়িত্বই পালন করছি। এই কঠিন পরিস্থিতিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে সেকারণেই কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত। আইএএস অফিসারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক নেতা মন্ত্রীও।