For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিল নিয়ে উত্তেজনা! এখনও ১৪৪ ধারা জারি উত্তরপূর্বের রাজ্যে

নাগরিকত্ব বিল নিয়ে এখনও উত্তেজনা ত্রিপুরার মাধববাড়িতে।ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব বিল নিয়ে এখনও উত্তেজনা ত্রিপুরার মাধববাড়িতে। চারদিন আগে বিলের প্রতিবাদে ডাকা ধর্মঘটে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ত্রিপুরার জিরানিয়ায় পুলিশকে গুলি চালাতে হয়। পুলিশের গুলিতে কয়েকজন আহত হন। এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার ১৪৪ ধারা বলবত করা হয়। যা এখনও চলছে। ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

tripura, clash, citizenship bill, ত্রিপুরা, সংঘর্ষ, নাগরিকত্ব বিল

ত্রিপুরার জিরানিয়ার মাধব বাড়িতে এখনও প্রচুর সংখ্যায় নিরাপত্তাকর্মী মোতায়েন রাখা রয়েছে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে সেখানে ১৪৪ ধারা বলবত রয়েছে। স্থানীয় গ্রামবাসী এবং এলাকার দোকানদাররা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ওইদিনের সংঘর্ষের ঘটনায়। উপজাতি এবং অউপজাতি মিলিয়ে ২১ টি দোকান সেদিনের ঘটনায় পুরো অথবা আংশিক পুড়ে গিয়েছে। অনেকেরই একমাত্র উপার্জনের রাস্তা ছিল এইসব দোকান থেকে। জামাকাপড়ের দোকান থেকে, মুদিখানা, আগুনে পুড়েছে সবই। শনিবারও টিটিএএডিসি এলাকায় বারো ঘন্টার বনধের ডাক দেয় বিরোধী রাজনৈতিক দলগুলি।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অভিযোগ, রাজ্যের বিজেপি-আইপিএফটি সরকারের বদনাম করতে এবং রাজ্যের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত।

যদিও সরকারের সহযোগী দল এবং বিরোধীরা ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন।

পুলিশ অফিসার সৌমেন দাস জানিয়েছেন, মাধববাড়ি এবং সংলগ্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। ফলে সেখানে ১৪৪ ধারা জারি করে রাখা হয়েছে। ভুয়ো ম্যাসেজ ছড়ানো বন্ধ করতে মোবাইল ইন্টারনেটের ওপরও নিষেধাজ্ঞা বলবত রয়েছে।

English summary
Due to tense continues emergency extended in Tripura's Madhabbari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X